ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ফ্রান্স-ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল! বিশ্বকাপের আগে জমে উঠছে উত্তাপ

২০২৫ নভেম্বর ১৩ ০৯:৪০:১১

ফ্রান্স-ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল! বিশ্বকাপের আগে জমে উঠছে উত্তাপ

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দল শুরু করেছে পুরোদমে প্রস্তুতি।

আগামী শনিবার সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ১৮ নভেম্বর তাদের দ্বিতীয় প্রতিপক্ষ হবে তিউনিসিয়া।

তবে এখানেই থেমে থাকছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে তারা আগামী মার্চ মাসে দুইটি বড় প্রীতি ম্যাচ খেলবে ইউরোপীয় শক্তিশালী দুই দলের বিপক্ষে।

ফ্রান্সের বিপক্ষে লড়বে ব্রাজিল

ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৮ মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে।

এ ম্যাচে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তির দল মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পে ও গ্রিজম্যানের ফ্রান্সের।

ক্রোয়েশিয়ার সাথেও প্রীতি ম্যাচ

ফ্রান্স ম্যাচের তিন দিন পর, অর্থাৎ ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।এই ম্যাচেও আনচেলোত্তি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করবেন।

যুক্তরাষ্ট্রে হবে ফুটবল উৎসব

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ, তবে ব্রাজিল ও ফ্রান্স—দুই দেশের ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

অন্যদিকে ফ্রান্স আগামী বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে জয় পেলে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।

এছাড়া, ইএসপিএনের তথ্য অনুযায়ী, ব্রাজিল ম্যাচের পর ফ্রান্স আরেকটি প্রীতি ম্যাচ খেলবে, যেখানে প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো বা যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ