ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

২০২৬ বিশ্বকাপ নিয়ে নতুন ঘোষণা দিলেন রোনালদো

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১২ ১৪:৫১:৩০

২০২৬ বিশ্বকাপ নিয়ে নতুন ঘোষণা দিলেন রোনালদো

সময় গড়াচ্ছে, বয়স বাড়ছে, কিন্তু এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি ও ক্ষিপ্রতা যেন অটুট। তবে এবার নিজেই জানালেন, ফুটবলের এই অধ্যায় খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। পর্তুগালের এই মহাতারকা ঘোষণা দিয়েছেন—২০২৬ সালের বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন,

“হ্যাঁ, এটাই (২০২৬ বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি, বড় মঞ্চে সেটিই হবে সঠিক সময় থামার।”

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। সেখানে ছয় নম্বর ও শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে রোনালদোকে।

বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসর-এর হয়ে খেলছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর মোট গোলসংখ্যা ৯৫৩, যার মধ্যে আন্তর্জাতিক ম্যাচে ১৪৩টি গোল করে এখনো শীর্ষে রয়েছেন তিনি। রোনালদোর লক্ষ্য এখন এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া।

সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, “খুব শিগগিরই” অবসর নেবেন। এবার সেই ঘোষণা আরও স্পষ্ট করে বললেন,

“সত্যি বলতে, যখন আমি ‘শিগগিরই’ বলেছি, এর মানে এক বা দুই বছরের মধ্যেই আমি খেলা ছাড়ব।”

তবে এখনো পর্যন্ত পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি। বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে রোনালদোর শেষ বিশ্বকাপের মঞ্চ নিশ্চিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ