ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

চরম দু:সংবাদ : তারেক রহমানের কিডনিতে আঘাত

২০২৫ নভেম্বর ১২ ১৪:২১:৫৩

চরম দু:সংবাদ : তারেক রহমানের কিডনিতে আঘাত

দলের নিবন্ধনের দাবিতে দীর্ঘ অনশন শেষে অসুস্থ হয়ে পড়া ‘আমজনতা দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার কিডনিতে আঘাত পাওয়া গেছে, এজন্য তাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।

বুধবার (১২ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও, নতুন মেডিক্যাল রিপোর্টে কিডনিতে আঘাত ধরা পড়ায় চিকিৎসকরা ২–৩ দিন অতিরিক্ত পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।

তারেক রহমান নিজেই নিজের ফেসবুক পেজে লেখেন,

“সব কিছু ভালো মনে হচ্ছিল, আজ সকালে রিলিজের কথা থাকলেও রিপোর্টে কিডনিতে আঘাত ধরা পড়েছে। ডাক্তাররা কয়েকটি ডায়ালাইসিস করতে চান, তাই আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।”

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দলের নিবন্ধনের দাবিতে অনশন শুরু করেন তারেক রহমান। টানা ১৩৫ ঘণ্টা অনশন শেষে ৯ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন। পরে তাকে অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক সূত্রে জানা গেছে, অনশনকালীন সময়ে তার শরীরে মারাত্মক পানি-শূন্যতা দেখা দেয়, যা কিডনির ওপর প্রভাব ফেলেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত