ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

২০২৫ নভেম্বর ১১ ২০:৩৪:১৯

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

দেশজুড়ে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে সামনে রেখে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিমানবন্দরগুলোর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি, ভেহিকল ও ফুট প্যাট্রল কার্যক্রম বৃদ্ধি এবং মনিটরিং সিস্টেম আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সম্ভাব্য নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। বিমানবন্দরে সর্বোচ্চ জনবল উপস্থিত রাখা এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচকের পক্ষ থেকে আরও জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত যাত্রী ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত