ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এই ৫ টি কৌশল জানলেই অ্যাপ থেকে করা যাবে আয়

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১০ ১৫:০৬:৫৯

এই ৫ টি কৌশল জানলেই অ্যাপ থেকে করা যাবে আয়

ডিজিটাল যুগে যোগাযোগের বাইরে হোয়াটসঅ্যাপ এখন হয়ে উঠেছে উপার্জনের অন্যতম মাধ্যম। সামান্য দক্ষতা, সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক পরিশ্রম থাকলেই এই জনপ্রিয় অ্যাপের মাধ্যমে মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

নিচে দেওয়া হলো হোয়াটসঅ্যাপ থেকে আয়ের ৫টি কার্যকর কৌশল

১️ উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করুন

ছোট-বড় উদ্যোক্তাদের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ এক অনন্য সুযোগ তৈরি করেছে। এখানে সহজেই পণ্যের ক্যাটালগ তৈরি, অর্ডার নেওয়া, গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পেমেন্ট লিংক পাঠানো যায়। মানসম্পন্ন পণ্য ও দ্রুত সেবা দিয়ে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

২️ লিঙ্ক শেয়ার করে আয় (Affiliate Marketing)

ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোসহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে সহজেই কমিশন উপার্জন করা যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্রডকাস্ট লিস্ট বা ব্যক্তিগত নেটওয়ার্কে লিঙ্ক পাঠালেই কেউ পণ্য কিনলে আপনি পাবেন নির্দিষ্ট আয়।

৩️ ডিজিটাল মার্কেটিং করে উপার্জন

নতুন স্টার্টআপ ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রচারের জন্য দক্ষ ডিজিটাল মার্কেটার খোঁজ করে। যদি আপনার গ্রুপ বা কমিউনিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রমোশনাল কনটেন্ট শেয়ার করে অর্থ উপার্জন সম্ভব।

৪️ নিজের চ্যানেল খুলে ব্র্যান্ড গড়ে তুলুন

মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু করেছে “চ্যানেল” ফিচার। ট্রাভেল, টেকনোলজি, ফুড, ফিটনেস বা এডুকেশন—যেকোনো বিষয় নিয়ে মানসম্মত কনটেন্ট তৈরি করুন। যত বেশি ফলোয়ার, তত বেশি বিজ্ঞাপন ও স্পনসরশিপ পাওয়ার সুযোগ।

৫️ অনলাইন প্রশিক্ষণ বিক্রি করে আয়

যদি আপনি কোনো বিষয়ে পারদর্শী হন—যেমন গ্রাফিক ডিজাইন, ভাষা শেখানো, রান্না, ডিজিটাল মার্কেটিং বা ব্লগিং—তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমিউনিটির মাধ্যমে অনলাইন ক্লাস চালিয়ে আয় করা যায়। শিক্ষার্থীর সংখ্যা বাড়লে মাসিক আয় সহজেই লাখে পৌঁছাতে পারে।

সাফল্যের জন্য করণীয় টিপস:

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে দ্রুত গ্রাহকের সঙ্গে যোগাযোগ করুন।

কুইক রিপ্লাই টেমপ্লেট ব্যবহার করে সময় বাঁচান।

ব্রডকাস্ট লিস্টে প্রমোশনাল বার্তা পাঠিয়ে বিক্রয় বৃদ্ধি করুন।

পেমেন্টের জন্য কিউআর কোড ও অনলাইন গেটওয়ে ব্যবহার করুন।

আজকের দিনে স্মার্টফোন আর ইন্টারনেটই যথেষ্ট নিজের আয়ের নতুন দিগন্ত খুলে দিতে। শুধু চ্যাট নয়—সঠিকভাবে ব্যবহার করলে হোয়াটসঅ্যাপই হতে পারে নির্ভরযোগ্য আয়ের উৎস। এখনই শুরু করুন, হয়ে উঠুন ডিজিটাল উদ্যোক্তা!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত