ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

তবে কি তুরস্কের ক্লাবে যাচ্ছেন মেসি

২০২৫ নভেম্বর ১০ ০৮:০৯:৫২

তবে কি তুরস্কের ক্লাবে যাচ্ছেন মেসি

ইন্টার মায়ামিতে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (MLS) ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করেছেন, বয়স তাঁর জন্য কেবলই একটি সংখ্যা।

ডিসেম্বরের মধ্যে শেষ হবে ইন্টার মায়ামির চলতি মৌসুম, আর এরপর মার্চ ২০২৬ পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই ক্লাবটির। এই ফাঁকা সময়েই শুরু হয়েছে নতুন জল্পনা— তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে কি দেখা যাবে মেসিকে?

গালাতাসারাই সভাপতির ইঙ্গিত

তুর্কি সংবাদমাধ্যম ফানাতিক–কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবটির সভাপতি দুরসুন ওজবেক বলেন,

“গালাতাসারাইয়ের সবচেয়ে বড় শক্তি আমাদের ট্রান্সফার নীতি। আমাদের আর্থিক অবস্থা এখন ভালো, তাই মেসির মতো খেলোয়াড়ের নাম উচ্চারণ করাও বাস্তবসম্মত। আমরা তুর্কি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার করেছি। ইউরোপে সফল হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছি—সেই লক্ষ্য পূরণে যা দরকার, আমরা করব।”

সাম্প্রতিক সময়ের সফল ক্লাব

সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি ফুটবলে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে গালাতাসারাই।টানা তিন মৌসুমে লিগ শিরোপা জিতে তারা ইতিমধ্যে ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজেদের অবস্থান পোক্ত করেছে। ক্লাবটি ইতোমধ্যে দলে টেনেছে বেশ কয়েকজন বড় তারকা—

মাউরো ইকার্দি (আর্জেন্টিনা)

ভিক্টর ওসিমহেন (নাইজেরিয়া, ৮৫ মিলিয়ন ডলারে)

উইলফ্রিড জাহা, ড্রিস মের্টেন্স, লুকাস তোরেইরা সহ আরও অনেকে।

মেসির বর্তমান অবস্থা

২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন লিওনেল মেসি।বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জীবন ও ফুটবল—দুই-ই তিনি দারুণ উপভোগ করছেন। তবে গালাতাসারাইয়ের সঙ্গে তাঁর সম্ভাব্য স্বল্পমেয়াদি চুক্তির গুঞ্জন ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এখন দেখার বিষয়— ২০২৬ সালের আগে কি ইউরোপে আবারও দেখা যাবে লিও মেসিকে, নাকি ইন্টার মায়ামিতেই থাকবেন তিনি?

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ