ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

6,6,6,6,6,6,6,6 টানা ৮ ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার

২০২৫ নভেম্বর ০৯ ১৯:১০:১৫

6,6,6,6,6,6,6,6 টানা ৮ ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার

ভারতের ঘরোয়া ক্রিকেটে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছেন পেসার আকাশ চৌধুরী। বল হাতে দাপট দেখানো এই বোলার এবার ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন! প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৮ বলে ৮ ছক্কা হাঁকিয়ে গড়েছেন এক অভূতপূর্ব বিশ্বরেকর্ড—যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি।

ঘটনাস্থল ও ম্যাচের পটভূমিসুরাটে চলমান মেঘালয় বনাম অরুণাচল প্রদেশ ম্যাচে এই কীর্তি গড়েন আকাশ। মেঘালয়ের ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবির বিরুদ্ধে পরপর ছয়টি ছক্কা হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েন তিনি। এরপর পরবর্তী দুই বলে আরও দুটি ছক্কা হাঁকিয়ে টানা আট ছক্কার নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেন।

এক ওভারে ছয় ছক্কা মারা খেলোয়াড়দের তালিকা (এখন পর্যন্ত):১️ গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)২️ রবি শাস্ত্রী (ভারত)৩️ আকাশ চৌধুরী (ভারত)

রেকর্ডবুক কাঁপানো ফিফটি:আকাশ শুধু টানা ছক্কার কীর্তিতেই থেমে থাকেননি, মাত্র ১১ বলে ফিফটি হাঁকিয়ে গড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড! ২০১২ সালে ওয়েন নাইট ১২ বলে ফিফটি করেছিলেন, সেই রেকর্ড এখন ইতিহাস।

রেকর্ডের সারসংক্ষেপ:

টানা ৮ বলে ৮ ছক্কা (বিশ্বরেকর্ড)

প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা (তৃতীয় ব্যাটার)

দ্রুততম ফিফটি (১১ বল)

ক্রিকেটবিশ্বের প্রতিক্রিয়া:এই কীর্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের ঘরোয়া ক্রিকেটে এমন ব্যাটিং তাণ্ডব দেখে অনেকেই লিখছেন, “আকাশ নয়, যেন বজ্রপাত নামিয়েছেন মাঠে!”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ