ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ব্রেকিং নিউজ : নতুন ঘোষণা দিলো সেনাবাহিনী

২০২৫ নভেম্বর ০৭ ১৯:২০:৪৬

ব্রেকিং নিউজ : নতুন ঘোষণা দিলো সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে, দেশের সামরিক বাহিনী জাতিসত্তাকে এমন মনগড়া প্রচারণা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে সেনা সদর দপ্তরের অবস্থানশুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক অফিসিয়াল পাতা থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিবৃতি প্রকাশ করা হয়। এতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় যে, সাম্প্রতিককালে জেনারেল ওয়াকার-উজ-জামানকে যুক্ত করে নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থাপনা সম্পর্কিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা সেনাবাহিনীর নজরে এসেছে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে: "ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।"

প্রমাণ হিসেবে ৬টি স্ক্রিনশট প্রকাশ করে সন্দেহ দূর করার উদ্যোগসেনাবাহিনী তাদের প্রধানকে নিয়ে প্রচারিত হওয়া এই বানোয়াট এবং ভিত্তিহীন প্রোপাগান্ডাগুলোর প্রতিলিপি (স্ক্রিনশট) সতর্কতামূলক পোস্টটির সঙ্গে সংযুক্ত করেছে। মোট ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।

এর মধ্য দিয়ে সেনাবাহিনীর মূল লক্ষ্য নির্দেশিত হয়েছে—জনগণের মধ্যে সৃষ্ট সন্দেহ দূর করা এবং অসত্য তথ্যের জাল থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখা। সংশ্লিষ্ট সকলকে এই সমস্ত বিভ্রান্তিমূলক বার্তা এড়িয়ে চলতে বিশেষভাবে আহ্বান করা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত