ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

যে দুই শর্ত পূরণের প্রতিশ্রুতি পেলে জোটে যাবে এনসিপি

২০২৫ নভেম্বর ০৭ ১৮:৩৬:৫৯

যে দুই শর্ত পূরণের প্রতিশ্রুতি পেলে জোটে যাবে এনসিপি

জাতীয় পার্টি-সহগামী এনসিপি জানিয়েছে, বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট গঠন করতে তারা প্রস্তুত, তবে দুটি শর্ত পূরণের প্রতিশ্রুতি থাকা আবশ্যক। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে বলেন,

“বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়ার সঙ্গে একমত হয় এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে যে কোনো পক্ষের সঙ্গে জোট হতে আমরা প্রস্তুত।”

এককভাবে নির্বাচনের ইচ্ছা

নাসীরুদ্দীন আরও জানান, এনসিপি এককভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। তবে, বিচার ও সংস্কারের শর্ত পূরণ না হলে জোটের সম্ভাবনা থাকবে না।

“আমাদের বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত পূরণ না হলে আমরা কারো সঙ্গে জোটে যাব না।”

মনোনয়ন প্রক্রিয়া

এনসিপি আজ থেকে মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে, প্রতিটি ফরমের মূল্য নির্ধারিত হয়েছে ১০,০০০ টাকা।মনোনয়ন যাচাই-বাছাই চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত, এবং ১৫ নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত