ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ব্যাপক হারে বেড়ে গেলো সোনার দাম, সোনার দামের নতুন রেকর্ড

২০২৫ নভেম্বর ০৬ ২৩:৩৩:৫০

ব্যাপক হারে বেড়ে গেলো সোনার দাম, সোনার দামের নতুন রেকর্ড

দেশের স্বর্ণবাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ১,৬৮০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে বলে জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বাজারে ২১ ক্যারেট সোনার ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার দাম ধরা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা পার্থক্য হতে পারে।

উল্লেখ্য, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করায় বাংলাদেশের বাজারেও ঘন ঘন সমন্বয় করা হচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, বৈশ্বিক বাজারে ডলারের ওঠানামা, পরিবহন ব্যয় ও আমদানি খরচ বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সামঞ্জস্য রাখা জরুরি হয়ে পড়েছে।

সবশেষ দাম সমন্বয়ের ফলে বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে সোনা বিক্রি হচ্ছে। স্বর্ণের এই নতুন দামে খুচরা বাজারেও কিছুটা প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত