ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
বিএনপির জোটে আসন বণ্টনে তোলপাড়! ৪০ আসন নিয়ে জটিল সমীকরণ
বাংলাদেশের রাজনীতির অঙ্গনে চলছে নতুন সমীকরণ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ২৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও বাকি ৬৪টি আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি।এই অবশিষ্ট আসনগুলোর মধ্যে প্রায় ৪০টি আসন শরিক দলের জন্য ছাড় দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি—যা নিয়ে চলছে টানাপোড়েন, আলোচনা ও গভীর হিসাব-নিকাশ।
কঠিন সমীকরণে বিএনপি
দলীয় সূত্রে জানা যায়, সংশোধিত আরপিও (Representation of the People Order) অনুযায়ী এবার জোটভুক্ত হলেও প্রতিটি দলকেই নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।ফলে বিএনপি যদি শরিকদের আসন ছাড়েও, ভোটের মাঠে তাদের জয়ের সম্ভাবনা কতটা—সেই বিষয়টি এখন বিএনপির নীতিনির্ধারকদের জন্য বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, “যেসব শরিক আসন চাচ্ছে, সেসব জায়গায় আমাদের জনপ্রিয় নেতারা আছেন। তারা বছরের পর বছর জেল-জুলুম সহ্য করেছেন, এখন সেই আসন অন্যকে দিলে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।”
এনসিপি এলে সমীকরণে পাল্টে যাবে হিসাব
আলোচনায় আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।যদি তারা বিএনপি জোটে যোগ দেয়, তাহলে আসন বণ্টনের হিসাব পুরোপুরি বদলে যাবে।সূত্রগুলো বলছে, এনসিপিকে জায়গা দিতে হলে বিএনপিকে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী পরিবর্তন পর্যন্ত করতে হতে পারে।
জোটের প্রার্থীরা ও আলোচনায় থাকা আসনগুলো
বর্তমানে বিএনপির জোটে আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ এলডিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, জেএসডি, এনডিএম, এনপিপি ও ন্যাশনাল পিপলস অ্যালায়েন্সসহ আরও কয়েকটি দল।
এছাড়া বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এনসিপি নেতাদের সঙ্গেও।এই দলগুলোর বেশ কিছু প্রার্থী ইতোমধ্যে তাদের এলাকায় নিজস্ব প্রতীকে প্রচারণা শুরু করেছেন।
সম্ভাব্য প্রার্থীরা
ঢাকা-১৭: গরুর গাড়ি প্রতীকে প্রচারণায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ইতোমধ্যে মাঠে।
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।
ঝিনাইদহ-২: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রার্থী হতে চান।
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রার্থিতা প্রায় নিশ্চিত।
চট্টগ্রাম-১৪: এলডিপি সভাপতি অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বগুড়া-২: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পিরোজপুর-১: জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
লক্ষ্মীপুর-১: ১২ দলীয় জোটের মুখপাত্র সাহাদাত হোসেন সেলিম।
বিএনপির অভ্যন্তরীণ দ্বিধা
বিএনপির নেতাদের মতে, শরিকদের অতিরিক্ত আসন ছাড়লে দলের মূল ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে।একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেন,“জোটের অনেক নেতাকে সাধারণ মানুষ চেনেন না। তাদের মার্কাও অপরিচিত। ৪০ আসন ছাড়াটা বিএনপির জন্য বড় রাজনৈতিক ঝুঁকি।”
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,“যেসব দল যুগপৎ আন্দোলনে ছিল, তাদের জন্য কিছু আসন আমরা ফাঁকা রেখেছি। তারা প্রার্থী ঘোষণা করলে আমরা সমন্বয় করব।”
বিএনপির প্রার্থী ঘোষণা না করা ৬৪ আসন
ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও ৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ২ ও ৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৩, খুলনা-১, পটুয়াখালী-২ ও ৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪ ও ১০, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর-১ ও ৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১ ও ২, সুনামগঞ্জ-২ ও ৪, সিলেট-৪ ও ৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬, কুমিল্লা-২ ও ৭, লক্ষ্মীপুর-১ ও ৪, চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ এবং কক্সবাজার-২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- একলাফে কমে গেলো জ্বালানি তেলের দাম
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- একলাফে কমে গেলো সোনার দাম : জেনেনিন আজকের ২২ ক্যারেট স্বর্ণের দাম
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল