ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সিরিজ বাঁচানোর মিশনে লিটনরা,একাদশে কে আসছেন, কে বাদ যাচ্ছেন

২০২৫ অক্টোবর ২৯ ১৬:৪২:১৬

সিরিজ বাঁচানোর মিশনে লিটনরা,একাদশে কে আসছেন, কে বাদ যাচ্ছেন

প্রথম ম্যাচে পরাজয়ের হতাশা ঝেড়ে নতুন উদ্যমে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি এখন “ডু অর ডাই” অবস্থা—জিতলেই সিরিজে টিকে থাকা, হারলেই সিরিজ হার নিশ্চিত। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যেই আজ চট্টগ্রামের মাটিতে ব্যাট-বলে লড়বে টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতার পর নতুন আশার খোঁজে

প্রথম ম্যাচে ব্যাটিং ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার—সবখানেই ব্যর্থতা চোখে পড়েছে। পাওয়ারপ্লের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় শুরুতেই। আজ সেই ভুল শুধরে নতুনভাবে শুরু করতে হবে টাইগারদের।

বিশেষ করে মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন নিয়ে সমালোচনা তুঙ্গে। দ্বিতীয় ম্যাচে তাই স্মার্ট ব্যাটিং এবং উইকেট রক্ষা করাই হবে প্রধান চ্যালেঞ্জ।

একাদশে আসতে পারে চমক

পরাজয়ের পর স্বাভাবিকভাবেই একাদশে কিছু পরিবর্তন আসতে পারে।

শামীম হোসেন পাটোয়ারীর পরিবর্তে একাদশে ফিরতে পারেন জাকের আলী অনিক।

তাওহিদ হৃদয়ের বদলে সুযোগ পেতে পারেন পারভেজ হোসেন ইমন—যদিও তার সম্ভাবনা কিছুটা কম।

তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে শরিফুল ইসলামকে।

দলের বোলিং আক্রমণে আস্থা রাখা হচ্ছে স্পিনারদের ওপর। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন আগের ম্যাচে কার্যকর ছিলেন। পেস আক্রমণে মুস্তাফিজ ও তানজিম সাকিব থাকছেন স্বাভাবিকভাবেই।

বোলিং ইউনিটে ধারাবাহিকতা চাই

প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা শেষ দিক বাদে মোটামুটি ভালোই করেছিলেন।রভম্যান পাওয়েল শেষ ওভারে ঝড় তুললেও শুরুতে উইকেট তুলে নিয়েছিলেন টাইগার বোলাররা। চট্টগ্রামের উইকেট স্পিনবান্ধব হওয়ায় আজও স্পিন আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কোচিং স্টাফ।

আত্মবিশ্বাসে উড়ছে ওয়েস্ট ইন্ডিজ

অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আছে ওয়েস্ট ইন্ডিজ।অধিনায়ক শাই হোপ দারুণ ছন্দে আছেন, সঙ্গে রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার ব্যাটে-বলে সমান কার্যকর।বাংলাদেশের বিপক্ষে ইতিহাসও তাদের পক্ষে, তাই দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে মরিয়া ক্যারিবিয়ানরা।

ম্যাচের বিস্তারিত তথ্য

ম্যাচ: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-টোয়েন্টি

তারিখ: ২৯ অক্টোবর, ২০২৫

সময়: সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়)

স্থান: বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম

সিরিজ অবস্থা: ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে এগিয়ে

বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ
তানজিদ হাসান তামিম ব্রেন্ডন কিং
সাইফ হাসান আলিক আথানাজে
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক) শাই হোপ
তাওহিদ হৃদয় / পারভেজ হোসেন ইমন শেরফান রাদারফোর্ড
নুরুল হাসান সোহান রোস্টন চেইজ
শামীম হোসেন পাটোয়ারী / জাকের আলী অনিক রভম্যান পাওয়েল
রিশাদ হোসেন জেসন হোল্ডার
নাসুম আহমেদ রোমারিও শেফার্ড
তানজিম হাসান সাকিব আকিল হোসেইন
তাসকিন আহমেদ / শরিফুল ইসলাম খারি পিয়েরে
মুস্তাফিজুর রহমান জেডন সিলস

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত