ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? অবশেষে মুখ খুললেন মির্জা ফখরুল

২০২৫ অক্টোবর ২৫ ১৩:২৪:১৯

নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? অবশেষে মুখ খুললেন মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনীতিতে জোর গুঞ্জন— বিএনপি যদি জাতীয় নির্বাচনে জয় পায়, তবে কে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে? অবশেষে সেই রহস্যের জট খুললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী পদে কাকে দেখা যাবে।

মির্জা ফখরুল বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের উপযুক্ত মনে করেন, তাহলে অবশ্যই তিনি হবেন প্রধানমন্ত্রী। তবে যদি সেটা সম্ভব না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন— এতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। চিকিৎসকরা যদি অনুমতি দেন এবং তিনি শারীরিকভাবে সক্ষম হন, তবে অংশ নেবেন। অন্যথায় চিকিৎসার পরামর্শই মানা হবে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার মাঠের রাজনীতির পাশাপাশি ডিজিটাল প্রচারেও বড় পরিকল্পনা হাতে নিয়েছে। দলটি চালু করতে যাচ্ছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)’, যার লক্ষ্য তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা এবং অনলাইন প্রচারে আধিপত্য তৈরি করা।

বিএনপি সূত্রে জানা গেছে, বিজিএনের মাধ্যমে দেশের ৩০০ আসনে দুইজন করে মোট ৬০০ অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে। তারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, প্রচার ও প্রচারণায় সরাসরি যুক্ত থাকবেন। এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।

দলের ধারণা, এই উদ্যোগ শুধু মাঠের কর্মীদের সক্রিয় করবে না, বরং অনলাইনে সরকারের ‘বট বাহিনী’র প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে। নির্বাচনের আগে বিএনপি চায় তাদের বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে— সরাসরি মাঠ থেকে অনলাইন পর্যন্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত