ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সালমান শাহ হ‘ত্যা মামলায় আসামী যারা: মৃত্যুর ২৯ বছর পর নতুন মোড়

২০২৫ অক্টোবর ২২ ০১:০৪:০৭

সালমান শাহ হ‘ত্যা মামলায় আসামী যারা: মৃত্যুর ২৯ বছর পর নতুন মোড়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ— যাঁর মৃত্যুর রহস্যে ঘেরা অধ্যায় এখনও কোটি ভক্তের মনে প্রশ্ন জাগায়। তাঁর মৃত্যুর ২৯ বছর পর, মামলাটি আবার নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন গ্রহণ করেছে আদালত। এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন আত্মহত্যা হিসেবে বিবেচিত এই ঘটনাকে এখন হত্যা মামলা হিসেবে আদালতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশের পর মামলার চিত্র একেবারে বদলে যায়। রমনা থানায় হত্যা মামলা হিসেবে নতুন করে এজহার দায়ের করেন সালমান শাহের চাচা আলমগীর কুমকুম। এতে সালমানের স্ত্রী সামিরাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে আলোচিত নাম

এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, যিনি ঢালিউডের পরিচিত মুখ। আদালতের নথিতে উল্লেখ রয়েছে— সালমান শাহের বাড়িতে পাওয়া গেছে সিরিঞ্জ ও ক্লোরোফর্ম জাতীয় ওষুধ, যা সন্দেহের জন্ম দিয়েছে।

মামলায় অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন:সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রিজভী।

রহস্যময় মৃত্যু ও তদন্তের দীর্ঘ পথ

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার এসকারটনে সালমান শাহের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে এটি আত্মহত্যা বলে দাবি করা হয় এবং পোস্টমর্টেম রিপোর্টেও আত্মহত্যার উল্লেখ ছিল। তবে সালমানের পরিবার শুরু থেকেই হত্যার অভিযোগ করে আসছে।

পরে সিআইডি ও সিবিআই তদন্তেও নানা অসঙ্গতি উঠে আসে, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে।

সালমান শাহর পরিবার ও ভক্তদের প্রত্যাশা

দীর্ঘ প্রায় তিন দশক পর মামলাটি নতুন করে বিচারাধীন হওয়ায় সালমান শাহর পরিবার ও তাঁর অসংখ্য ভক্তরা আশাবাদী— হয়তো এবার সত্যিটা প্রকাশ পাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত