ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আবারও বাড়লো সোনার দাম! ইতিহাসের সর্বোচ্চ দরে বিক্রি শুরু আজ থেকেই

২০২৫ অক্টোবর ২০ ১৯:৩৩:১৬

আবারও বাড়লো সোনার দাম! ইতিহাসের সর্বোচ্চ দরে বিক্রি শুরু আজ থেকেই

দেশের বাজারে সোনার দাম বাড়ার ধারা থামছে না। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে আবারও বাড়ানো হলো সোনার দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রবিবার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর আজ সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দামের তালিকা (ভরিপ্রতি)ক্যারেট নতুন দাম (টাকা)২২ ক্যারেট ২,১৭,৩৮২২১ ক্যারেট ২,০৭,৫০৩১৮ ক্যারেট ১,৭৭,৮৫৩সনাতন পদ্ধতি ১,৪৮,০৭৫

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের উর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে।

ভ্যাট ও মজুরি সংক্রান্ত নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে।তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

অপরিবর্তিত রুপার দাম

সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।বাজুসের তথ্য অনুযায়ী—

২২ ক্যারেট রুপা: ৬,২০৫ টাকা

২১ ক্যারেট রুপা: ৫,৯১৪ টাকা

১৮ ক্যারেট রুপা: ৫,০৭৪ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা

বিশেষজ্ঞদের মত

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ডলার ও তেলের দামের অস্থিরতা সোনার বাজারে প্রভাব ফেলছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী মাসেও দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত