ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকারি চাকরিজীবিদের বেতন স্কেল নিয়ে নতুন খবর

২০২৫ অক্টোবর ১৮ ০৭:৫০:০৫

সরকারি চাকরিজীবিদের বেতন স্কেল নিয়ে নতুন খবর

খুব অল্প সময়ের মধ্যেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। নতুন স্কেল কার্যকর হলে শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য ভাতার বিষয়গুলোও সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“আমরা শিক্ষকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নিয়মিত কাজ করছি। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান,“অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তারপরও আমরা দিনরাত কাজ করে যাচ্ছি যেন দ্রুত সমাধানে পৌঁছানো যায়।”

পে-স্কেল প্রসঙ্গে সচিব বলেন,“ইনশাআল্লাহ খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে। এর ফলে শিক্ষকদের আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন,“আমরা সবসময় শিক্ষকদের পাশে আছি। নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই সমাধান বের করা হবে। অর্থ বরাদ্দের মধ্যে থেকেই আমরা যতটা সম্ভব সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত