ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আগের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

২০২৫ অক্টোবর ১৭ ০০:০০:৫৯

আগের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪,২০০ ডলার ছাড়িয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) আন্তর্জাতিক বাজারে এই নতুন রেকর্ড গড়েছে মূল্যবান ধাতুটি।

গত কয়েক মাস ধরেই বিশ্লেষকরা ধারণা দিচ্ছিলেন— শিগগিরই সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাবে। অবশেষে সেই পূর্বাভাস সত্যি হলো।

বার চার্টের তথ্য অনুযায়ী, ডিসেম্বর গোল্ড ফিউচারের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,২১৪ ডলার, যা এক মাস আগের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩,৪০০ ডলার।

কেন বাড়ছে সোনার দাম?

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, ডলার বিমুখীকরণ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো, বৈশ্বিক সংঘাত এবং চীন-আমেরিকার বাণিজ্যিক টানাপোড়েনের কারণে বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকছেন।বাজার বিশেষজ্ঞদের মতে, “বর্তমান পরিস্থিতিতে স্বর্ণই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হয়ে উঠেছে।”

দেশের বাজারেও রেকর্ড

আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে প্রতি ভরিতে সর্বোচ্চ ২,৬১৩ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম।

নতুন দামের ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার মূল্য। এখন থেকে ২২ ক্যারেট সোনার এক ভরির দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

এক নজরে দেশের নতুন সোনার দাম (১৫ অক্টোবর ২০২৫)

এক নজরে দেশের নতুন সোনার দাম (১৫ অক্টোবর ২০২৫)
ক্যারেটপ্রতি ভরির দাম (৳)
২২ ক্যারেট ২,১৬,৩৩২
২১ ক্যারেট ২,০৬,৪৯৯
১৮ ক্যারেট ১,৭৭,০০১
সনাতন ১,৪৭,৩৫১

রুপার দাম টেবিল

রুপার দাম অপরিবর্তিত (১৫ অক্টোবর ২০২৫)
রুপার মানপ্রতি ভরির দাম (৳)
২২ ক্যারেট ৬,২০৫
২১ ক্যারেট ৫,৯১৪
১৮ ক্যারেট ৫,০৭৪
সনাতন ৩,৮০২

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত