ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

২০২৬ বিশ্বকাপে ৩ টি ফেভারিট দলের নাম ঘোষণা করলেন ইংল্যান্ড কোচ

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৫ ১১:০৬:০৬

২০২৬ বিশ্বকাপে ৩ টি ফেভারিট দলের নাম ঘোষণা করলেন ইংল্যান্ড কোচ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে ফুটবল বিশ্ব। এবার ফেভারিট দল নিয়ে নিজের মতামত জানালেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। জার্মান এই কোচের চোখে আসন্ন আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল তিনটি— ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। তবে নিজের দল ইংল্যান্ডকে তিনি দেখছেন ‘আন্ডারডগ’ হিসেবে।

টুখেলের চোখে ফেভারিট দলবৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। সেই জয়ের পর সংবাদমাধ্যমে টুখেল বলেন,

“বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট আমার কাছে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটা আমার দৃষ্টিকোণ থেকে। আমাদের (ইংল্যান্ড) জন্য এটি চ্যালেঞ্জিং হবে। প্রথমে কোয়ালিফাই করতে হবে, তাই মনোযোগ সেদিকেই।”

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকলেও কোচ টুখেল পা মাটিতেই রাখছেন।

লাতিন শক্তি ও ইউরোপীয় দাপটগত আসরের চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা লাতিন অঞ্চলের বাছাইয়ে সবার আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। ব্রাজিলও যোগ্যতা অর্জন করেছে, যদিও কোচ কার্লো আনচেলত্তি এখনো আদর্শ কম্বিনেশন খুঁজছেন। অন্যদিকে, ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনও বাছাইপর্বে টানা দুই ম্যাচে জয় পেয়েছে।

ইংল্যান্ড এখনও আন্ডারডগবিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপে ইংল্যান্ড পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে শীর্ষে। এরপর আলবেনিয়া (৮ পয়েন্ট) ও সার্বিয়া (৭ পয়েন্ট) রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।তবুও টুখেল তার দলকে নিয়ে আশাবাদী কিন্তু বাস্তববাদী মনোভাব রাখছেন—

“আমরা বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই যাব। অনেক দশক ধরে আমরা শিরোপা জিতিনি। সেখানে আমাদের এমন দলের বিপক্ষে লড়তে হবে, যারা একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দলগত পারফরম্যান্সেই ভরসা রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন,

“আমাদের দলে হয়তো বিশ্বের সেরা তারকা নেই, তবে আছে একে অপরকে আঠার মতো ধরে রাখার মানসিকতা— যা একটি দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

টুখেলের দায়িত্ব ও ইংল্যান্ডের স্বপ্নগত বছরের অক্টোবর মাসে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন থমাস টুখেল।২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ আসরে সেমিফাইনালে থেমেছিল ইংল্যান্ড।এবার ২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে মরিয়া থ্রি লায়ন্স শিবির।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ