ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ মাঠে নামছে ব্রাজিল! দেখুন প্রতিপক্ষ ম্যাচের সময় ও সরাসরি দেখার সহজ উপায়

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১০ ০০:৪১:১৬

আজ মাঠে নামছে ব্রাজিল! দেখুন প্রতিপক্ষ ম্যাচের সময় ও সরাসরি দেখার সহজ উপায়

ঢাকা, ১০ অক্টোবর ২০২৫ — ফুটবলপ্রেমীদের জন্য আজকের দিনটি এক উত্তেজনাপূর্ণ সন্ধ্যার প্রতিশ্রুতি দিচ্ছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন ঘরানার দল — ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেখানে দক্ষিণ কোরিয়া চেষ্টা করবে তারকাখচিত ব্রাজিলের বিপক্ষে নিজেদের শক্তি প্রমাণ করতে।

ব্রাজিল ফেভারিট, কিন্তু চ্যালেঞ্জে প্রস্তুত দক্ষিণ কোরিয়া

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ব্রাজিল এগিয়ে, তবে এশিয়ার অন্যতম সেরা দল দক্ষিণ কোরিয়া তাদের গতি ও কৌশল দিয়ে লড়াই জমিয়ে তুলতে প্রস্তুত। উভয় দলের ভক্তরাই অপেক্ষা করছেন ৯০ মিনিটের রোমাঞ্চকর ফুটবল যুদ্ধের জন্য।

আলোচনায় তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান

মাত্র ১৮ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এস্তেভাও উইলিয়ান। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে জায়গা করে নেওয়ার পর থেকেই নজর কেড়েছেন তিনি। গত আগস্টে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার পর দ্রুত ইউরোপিয়ান ফুটবলে মানিয়ে নিয়েছেন এই তরুণ উইঙ্গার।তিনি জানিয়েছেন, “দলের প্রয়োজনে মাঠের যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত আমি।” — তার এমন আত্মবিশ্বাসই তাকে ব্রাজিলের ভবিষ্যতের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করছে।

আক্রমণভাগে তারকাদের ভিড়

ব্রাজিলের আক্রমণভাগে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহার মতো তারকারা। তবু এস্তেভাওয়ের নামও এখন আলোচনায় সমানভাবে উচ্চারিত হচ্ছে। দলের মধ্যে এমন তীব্র প্রতিযোগিতা খেলোয়াড়দের আরও উজ্জীবিত করছে, যা দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (অনানুষ্ঠানিক)

গোলরক্ষক: হুগো সুজা

ডিফেন্ডার: লুইস হেনরিক, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, কার্লোস আগুস্টো

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাও উইলিয়ান, ম্যাথিউস কুনহা

কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ ম্যাচটি

সময়: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, বাংলাদেশ সময় বিকেল ৫টা

স্থান: আন্তর্জাতিক প্রীতি ম্যাচ (ব্রাজিলের হোম ভেন্যু)

লাইভ দেখুন এখানে:

লাইভ দেখতে এখানেক্লিককরুন অথবা এখানেক্লিককরুন

‘Sportzfy’ অ্যাপ ডাউনলোড করে গুগল বা ক্রোম ব্রাউজার থেকে সরাসরি দেখা যাবে।

এছাড়া ফেসবুকে “Brazil vs South Korea live match today” সার্চ করেও বিভিন্ন স্পোর্টস পেজ থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ