ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১২:০৭:৫২

বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন এবং এখন ‘ফার রাইট’ (অতি-ডানপন্থি রাজনীতি) বলে ধর্মপ্রাণ মানুষদের ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। তিনি বলেন, যদি বিএনপি ডুবে যায় তাহলে তারা একা নয় — পুরো দেশটাকেও নিয়ে ডুববে।

সোমবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে ওসমান হাদি অভিযোগ করেন, “বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট — যারা আগে কখনো মজলুম হয়নি, তারা এখন ‘ফার রাইট’ বলে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছে। বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান—যারা দীর্ঘ সময় বিদেশে ছিলেন—এখন এসব নিয়ে মাতামাতি করছেন।”

ওসমান হাদি বলেন, বিএনপি নিয়ে গণজাগরণ করা উচিত না এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “বিএনপি নিয়ে যদি আমরা না ভাবি তাহলে ভাববে কি ইন্ডিয়া? আমার পরিবারের এমন নারী সদস্য আছেন, যাদের জন্য ২০০১ সালে আমরা ভোট দিয়েছিলাম—কারণ দেশ বাঁচাতে হবে। এখন বিএনপিকে নিয়ে কথা বলা না হলে কে বলবে?”

তিনি আরো উল্লেখ করেন, নব্য বিএনপির একটি অংশ অস্ট্রেলিয়া এবং কানাডা থেকে ‘ফার রাইট’ টার্মটি ছড়িয়ে একটি এলিট আন্দোলন গড়ে তুলতে চাইছে — যা টিকে যাবে না। হাদি বলেন, “যদি ওটাই টিকে যায় তাহলে এখানে শহীদ জিয়া-ভিত্তিক আরেকটি রাজনৈতিক ধারা সৃষ্টি হবে।”

বক্তব্যে তিনি বিএনপির ভেতরের ভাবাবেগ ও ক্ষমতালিপ্সার কথাও তুলে ধরেন। হাদি বলেন, “তারেক রহমান ছাড়া বিএনপির সবাই ধরে নিয়েছে বিএনপি এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখল বাকি। সম্ভবত তারেক বুঝতে পারছেন ক্ষমতায় আসা এত সহজ নয়। এই ধারণার কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে—আমরা কি আগের জায়গায় ফিরে যাচ্ছি?” তিনি যোগ করেন, “বিএনপিকে প্রমাণ করতে হবে তারা পুরনো ভুলগুলো করবে না। অন্যথায় বিএনপির পরাজয় কেবল তাদের একার পরাজয় হবে না, এটি হবে সমগ্র জাতির পরাজয়।”

ওসমান হাদি আরও বলেন, “বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে আপোস করে পাঁচ বছরের জন্য ক্ষমতায় গেলে তারা আওয়ামী লীগের থেকে বড় বন্ধু হিসেবে বিবেচিত হবে—এটা কখনও সম্ভব হবে না। যতদিন এই দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম আছে, ততদিন কেউ তাদেরকে সেই দাসত্বে নিয়ে যাবে না।” তিনি শেষে বলেন, “ভালো বিএনপি হলে জনতার সঙ্গে থাকতে হবে; জনতাই তাদের ক্ষমতার চেয়ারে বসাবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত