ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য জয়-এর: “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব ”

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ০৪ ১৩:৩১:৩৭

শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য জয়-এর: “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব ”

নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিগত জীবনের কারণে আবারও শিরোনামে। দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিয়ের সম্পর্ক এবং তা থেকে ডিভোর্সের পরও দুই সন্তান ও প্রাক্তনদের নিয়ে প্রায়শই আলোচনায় থাকেন এই সুপারস্টার। এবার তাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক পোস্টে জয় লেখেন, “শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তবুও কাউকে খুশি রাখতে পারছেন না। কারণ, অধিকাংশ মানুষ যেখানে এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী, তত বড় স্টার না।”

জয়ের এমন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে সামাজিক মাধ্যমে। কেউ হাস্যরসে পোস্টটি গ্রহণ করেছেন, কেউ আবার শাকিব ভক্ত হিসেবে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “ভাই হয়তো মীমাংসায় বিশেষজ্ঞ।” আবার কেউ বলেছেন, “শাকিব ভাই ব্রিলিয়ান্ট, তিনি কারও কথায় পাত্তা দেন না।”

এই আলোচনা শুরু হয়েছে মূলত শাকিব ও বুবলীর নিউইয়র্ক সফরকে ঘিরে। সম্প্রতি বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে শাকিব ও তাদের সন্তান শেহজাদকে নিয়ে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। ছবিতে রোমান্টিক ভঙ্গিতেও ধরা দিয়েছেন তারা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে নেটিজেনদের একাংশের প্রশ্ন, তাহলে কি আবার কাছাকাছি আসছেন শাকিব-বুবলী?

অন্যদিকে, শাকিবের এই নতুন ঘনিষ্ঠতায় কী প্রতিক্রিয়া দেন অপু বিশ্বাস, সেটিই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু।

মেটা ডিসক্রিপশন:শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জয়—“দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব!” নিউইয়র্কে বুবলীর সঙ্গে সময় কাটানো এবং রোমান্টিক ছবিতে ঘিরে চলছে জোরালো আলোচনা।

মেটা কিওয়ার্ড:শাকিব খান, শাহরিয়ার নাজিম জয়, অপু বিশ্বাস, বুবলী, শাকিব বুবলী ছবি, শাকিব খান স্ত্রী, শাকিব খান সন্তান, ঢালিউড গসিপ, শোবিজ বিতর্ক

FAQs:প্রশ্ন: শাকিব খানের কতজন সন্তান রয়েছে?উত্তর: শাকিব খানের দুই সন্তান রয়েছে—একজন অপু বিশ্বাসের সঙ্গে এবং অন্যজন বুবলীর সঙ্গে।

প্রশ্ন: শাকিব খান বর্তমানে কার সঙ্গে আছেন?উত্তর: বর্তমানে শাকিব খান বুবলী ও তাদের ছেলে শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন এবং একসঙ্গে সময় কাটাচ্ছেন।

প্রশ্ন: জয় কেন শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করলেন?উত্তর: জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পোস্টে শাকিব খানের দুই স্ত্রীর প্রসঙ্গ টেনে বলেন, “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।” তিনি এই মন্তব্য করেছেন শাকিবের পারিবারিক অবস্থান ও সমালোচনার প্রেক্ষিতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত