ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ শনিবার, ২ আগস্ট ২০২৫, টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ০২ ০৮:৫৪:২০

আজ শনিবার, ২ আগস্ট ২০২৫, টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার, ২ আগস্ট ২০২৫—বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলার আয়োজন। ক্রিকেট, টেনিসসহ নানা খেলায় ভরপুর থাকবে আজকের দিন। বিশেষ করে নজর থাকবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলার দিকে।

ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হলো ইংল্যান্ড বনাম ভারতের ওভাল টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টেস্টের তৃতীয় দিন আজ মাঠে গড়াবে ওভালে। দুপুর গড়ানোর পর বিকেল ৪টা থেকে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ১ চ্যানেল। টেস্ট সিরিজের ফলাফলের দিক থেকে ম্যাচটি হতে পারে সিরিজ নির্ধারণী, তাই দুই দলের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেট অনুরাগীরা।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনা ফিরিয়ে আনবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল রবিবার ভোর ৬টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে লাহোরে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস ও বাংলাদেশের টি স্পোর্টস চ্যানেল।

ক্রিকেটের পাশাপাশি টেনিস ভক্তদের জন্যও আজ রয়েছে একটি বড় আয়োজন। কানাডায় অনুষ্ঠিত হচ্ছে মর্যাদাপূর্ণ কানাডিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট। রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে দিনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, যেগুলো দেখা যাবে সনি স্পোর্টস টেন ২ চ্যানেলে।

আজকের দিনটি তাই ক্রীড়াপ্রেমীদের জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে। টিভির পর্দায় চোখ রাখলেই মিলবে ব্যাট-বলের লড়াই এবং টেনিস কোর্টের নাটকীয়তা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত