ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

মেসি এবার ক্রিকেট খেলতে মাঠে নামছেন! কোহলি-শচীনদের চ্যালেঞ্জ নিতে আসছেন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ০১ ২০:০৯:৪৭

মেসি এবার ক্রিকেট খেলতে মাঠে নামছেন! কোহলি-শচীনদের চ্যালেঞ্জ নিতে আসছেন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে ফুটবলের একমাত্র চিরজাগরুক জাদুকর লিওনেল মেসি। তার পায়ের জাদুতে মুগ্ধ কোটি ভক্ত। কিন্তু এবার সেই মেসিই শিরোনামে এসেছেন এক ভিন্ন কারণে—এবার তিনি নাকি মাঠে নামতে যাচ্ছেন ক্রিকেট খেলার জন্য! এবং সেই ম্যাচটি হবে ভারতেই, যেখানে মেসির প্রতিপক্ষে থাকবেন কোহলি, শচীনদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা!

মেসি খেলবেন ক্রিকেট ম্যাচে?বিস্ময়কর হলেও সত্য, এক বিশেষ চ্যারিটি ক্রিকেট ম্যাচে অংশ নিতে চলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের মধ্যে ভ্রাতৃত্ব, দাতব্য উদ্যোগ এবং সৌহার্দ্য তৈরির অংশ হিসেবে ভারতের মাটিতে আয়োজন করা হবে একটি “Celebrity Cricket Match”—যেখানে মাঠে দেখা যাবে খেলাধুলার বিভিন্ন শাখার তারকাদের।

এই আয়োজনে অংশগ্রহণের জন্য যে তারকাদের নাম উঠে এসেছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন লিওনেল মেসি। জানা গেছে, তিনি নিজেই এই ম্যাচে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এটি হতে পারে মেসির জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ।

কে থাকছেন প্রতিপক্ষে?এই ম্যাচে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা যেমন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং ও এমএস ধোনি থাকবেন বলে গুঞ্জন উঠেছে। এছাড়াও আন্তর্জাতিক তারকা হিসেবে উপস্থিত থাকতে পারেন কেভিন পিটারসেন, ব্রায়ান লারা এবং শহীদ আফ্রিদির মতো তারকারা।

কখন ও কোথায়?এই বিশেষ ম্যাচটি হতে পারে ডিসেম্বর ২০২৫-এর শুরুতে, ভারতের মুম্বাই বা বেঙ্গালুরুর কোনো আন্তর্জাতিক ভেন্যুতে। যদিও এখনো আনুষ্ঠানিক সময় ও স্থান নিশ্চিত হয়নি, তবে আয়োজকরা বিষয়টি নিয়ে কাজ করছেন জোরেশোরে।

কেন এই আয়োজন?এই আয়োজনের মূল উদ্দেশ্য শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তহবিল সংগ্রহ করা। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা দিতে এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে। আয়োজক সংগঠনটির সাথে যুক্ত আছে ইউনিসেফ ও অন্যান্য আন্তর্জাতিক দাতব্য সংস্থা।

মেসি বলবেন “How’s that?”?ক্রিকেট মাঠে মেসিকে ব্যাট বা বল হাতে দেখার অভিজ্ঞতা যে দর্শকদের জন্য এক নতুন রোমাঞ্চ নিয়ে আসবে, তা বলাই বাহুল্য। ফুটবলে শত শত গোল করা এই তারকা এবার কি উইকেট নিতে পারবেন? নাকি ছক্কা হাঁকাবেন কোহলিকে দেখে?

এমনই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে “Messi vs Kohli” এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত