ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

স্বর্ণের দাম কমল, আগের দামে বিক্রি হচ্ছে রুপা—জেনে নিন আজকের হালনাগাদ মূল্য

মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

২০২৫ জুলাই ২৭ ১৫:৪৯:০২

স্বর্ণের দাম কমল, আগের দামে বিক্রি হচ্ছে রুপা—জেনে নিন আজকের হালনাগাদ মূল্য

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণপ্রেমীদের জন্য এসেছে স্বস্তির খবর। একদিন আগে বাড়লেও আজ আবার কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে জানায়, সেটি আজ রোববার (২৭ জুলাই ২০২৫) থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এখন যেভাবে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা:

স্বর্ণের দাম (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম)
ক্যারেটবিক্রয়মূল্য (টাকা)
২২ ক্যারেট ১,৭১,৬০১
২১ ক্যারেট ১,৬৩,৭৯৮
১৮ ক্যারেট ১,৪০,৪০০
সনাতন পদ্ধতি ১,১৬,১২৭
রুপার দাম (প্রতি ভরি)
ক্যারেটবিক্রয়মূল্য (টাকা)
২২ ক্যারেট ২,৮১১
২১ ক্যারেট ২,৬৮৩
১৮ ক্যারেট ২,২৯৮
সনাতন পদ্ধতি ১,৭২৬

মূল্য পরিবর্তনের পেছনের তথ্য:গত ২৩ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১,৭৩,১৭৫ টাকা। পরদিনই অর্থাৎ ২৪ জুলাই তা কার্যকর হয়। এরপর সর্বশেষ সমন্বয়ে আবারও ১,৫৭৪ টাকা কমিয়ে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং গহনার ডিজাইন ও মান অনুযায়ী ন্যূনতম ৬% মজুরি যোগ হবে।

২০২৫ সালে এখন পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৯ বার বাড়ানো এবং ১৬ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার।

রুপার দাম অপরিবর্তিতরুপার দামে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের ঘোষিত দামেই রুপা বিক্রি হচ্ছে দেশের বাজারে।

বিশেষ পরামর্শ:গহনা কেনার আগে অবশ্যই আপনার স্থানীয় দোকানে সর্বশেষ দামের সঙ্গে মজুরি ও ভ্যাট সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত