ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ বনাম নেপাল: সাফ নারী ফাইনালের মহারণ আজ, লাইভ দেখবেন যেভাবে

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ জুলাই ২১ ১৭:৪৩:৩০

বাংলাদেশ বনাম নেপাল: সাফ নারী ফাইনালের মহারণ আজ, লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় ফুটবল মাঠে নামবে এক স্বপ্নপূরণের দল—বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর এই শেষ ম্যাচটি আসলে এক অনানুষ্ঠানিক ফাইনাল। কারণ জয় মানেই শিরোপা, আর প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী নেপাল।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পূর্ণ জয়ী বাংলাদেশএখন পর্যন্ত বাংলাদেশের মেয়েরা খেলেছে পাঁচটি ম্যাচ এবং জিতেছে সবগুলোতেই। প্রতিটি জয়ে যেন তাদের আত্মবিশ্বাস আরও উঁচুতে পৌঁছেছে। ১৫ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে নেপাল আছে দ্বিতীয় স্থানে, ১২ পয়েন্ট নিয়ে।

আজকের ম্যাচে জয় অথবা ড্র পেলেই বাংলাদেশের মেয়েরা হবে অপরাজিত চ্যাম্পিয়ন। তবে নেপাল জিতে গেলে পরিস্থিতি হতে পারে জটিল—তখন শিরোপা নির্ধারিত হবে গোল পার্থক্য কিংবা হেড-টু-হেড ফলাফলের ভিত্তিতে।

লাইভ দেখার সহজ উপায়

১. টিভিতে টি-স্পোর্টস:ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল। বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। এর আগেই থাকবে বিশেষ প্রি-ম্যাচ বিশ্লেষণ।

২. অনলাইনে ইউটিউব:টি-স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও লাইভ সম্প্রচারের সম্ভাবনা রয়েছে। ইউটিউবে ‘T Sports Live Bangladesh vs Nepal’ লিখে সার্চ করলেই সহজেই পাওয়া যাবে। তবে কখনো কখনো কপিরাইট ইস্যুর কারণে ইউটিউবে সম্প্রচার বিঘ্নিত হতে পারে। সেক্ষেত্রে টিভি মাধ্যমটাই বেশি নির্ভরযোগ্য।

বাংলাদেশের মেয়েদের জন্য শুভকামনাএই ম্যাচ শুধুই একটা খেলা নয়, বরং প্রতিটি ফুটবলারের ঘাম, স্বপ্ন আর সাহসের ফলাফল। এই মেয়েরাই বারবার প্রমাণ করেছে—বাংলাদেশ শুধু প্রতিযোগিতা করে না, নেতৃত্ব দিতে জানে। দেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ আজ তাদের দিকেই।

চলুন, আজকের সন্ধ্যা কাটুক গর্বের উল্লাসে—এক সঙ্গে দেখে ফেলি চ্যাম্পিয়নের মুকুটজয়!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ