ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
কলেজ ভর্তি ২০২৫: তিন ধাপে হবে একাদশে ভর্তি, জেনেনিন ক্লাস শুরুর সময়
নিজস্ব প্রতিবেদক : ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ভর্তি কার্যক্রম তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এবং ভর্তির চূড়ান্ত ধাপ শেষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এবং ভর্তি হবে মেধাক্রম, পছন্দ ও সংরক্ষিত কোটার ভিত্তিতে।
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী। অথচ সারা দেশের কলেজ, মাদরাসা, পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফাঁকা রয়েছে প্রায় ৩৩ লাখ ৫০ হাজার আসন। ফলে মোট আসন সংকট না থাকলেও গুণগত মানসম্পন্ন কলেজ, বিশেষ করে শহরাঞ্চলের নামকরা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করতে হবে।
ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে, এবারও মেধাক্রম, পছন্দের তালিকা ও কোটা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। মুক্তিযোদ্ধা কোটা যথারীতি বহাল থাকবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি অস্থায়ী কোটা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব কোটা পূরণ না হলে সংশ্লিষ্ট আসনগুলো মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ‘নিশ্চায়ন’ (confirmation) করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করে, তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তির পরবর্তী ধাপে তার আর কোনো বিবেচনা থাকবে না।
ভর্তির চূড়ান্ত নীতিমালা ২১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকের মাধ্যমে নির্ধারিত হবে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মাউশি, ঢাকা শিক্ষা বোর্ড এবং রাজধানীর ৩৫টি স্বনামধন্য কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন।
বিশেষজ্ঞদের মতে, কলেজে পর্যাপ্ত আসন থাকলেও সেরা কলেজগুলোতে জায়গা পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই ভালো ফল করতে হবে এবং মেধা তালিকায় উপরের দিকে অবস্থান করতে হবে। কারণ এসব প্রতিষ্ঠানে ভর্তি প্রতিযোগিতা বরাবরই বেশি থাকে।
| ধাপ | আবেদনের সময় | ফল প্রকাশ | নিশ্চায়ন |
|---|---|---|---|
| প্রথম ধাপ | ২৪ জুলাই – ৯ আগস্ট | ২১ আগস্ট | ২৫ আগস্ট রাত ৮টার মধ্যে |
| দ্বিতীয় ধাপ | ২৬ – ২৮ আগস্ট | ৩১ আগস্ট রাত ৮টা | – |
| তৃতীয় ধাপ | ৫ – ৮ সেপ্টেম্বর | ১০ সেপ্টেম্বর রাত ৮টা | – |
| মাইগ্রেশন ফল | ১৪ সেপ্টেম্বর | – | |
| চূড়ান্ত ভর্তি | ১৫ – ২৮ সেপ্টেম্বর | – | |
| ক্লাস শুরু | ৩০ সেপ্টেম্বর থেকে | ||
FAQ (প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন):
প্রশ্ন: একাদশ শ্রেণির ভর্তি কবে থেকে শুরু?উত্তর: ভর্তি আবেদন শুরু হবে ২৪ জুলাই ২০২৫ থেকে।
প্রশ্ন: ভর্তি প্রক্রিয়া কয়টি ধাপে হবে?উত্তর: ভর্তি তিনটি ধাপে সম্পন্ন হবে এবং শেষে মাইগ্রেশন রাউন্ড থাকবে।
প্রশ্ন: একাদশ শ্রেণির ক্লাস কবে শুরু হবে?উত্তর: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে একযোগে ক্লাস শুরু হবে।
প্রশ্ন: ভর্তিতে কোন কোন কোটা থাকছে?উত্তর: মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য কোটা থাকবে। তবে কোটা পূরণ না হলে সেই আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- একলাফে কমে গেলো জ্বালানি তেলের দাম
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল
- রাতারাতি ১২ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম,জেনেনিন ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম