ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
ইসরায়েলের স্বপ্ন ভেঙে চুরমার করল বাংলাদেশ! কী ঘটছে পর্দার আড়ালে
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের স্বপ্ন দীর্ঘদিন ধরেই দেখে আসছিল ইসরায়েল। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে “সর্বদেশভ্রমণযোগ্য, ইসরায়েল ব্যতীত” এই বাক্যাংশটি বাদ দেওয়ার পর সেই আশাকে আরও জোরালোভাবে ধারণ করেছিল দেশটি। কিন্তু সময়ের প্রবাহে সে স্বপ্ন আপাতত অতীতের গল্প হয়েই রয়ে গেছে।
উল্লেখ্য, পাসপোর্ট থেকে “except Israel” শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, দেশের সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তখন সাফ জানিয়ে দেন—ইসরায়েলে ভ্রমণ করা বাংলাদেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, এবং কেউ সেই চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমন স্পষ্ট বার্তার পরও ইসরায়েল আশাবাদী ছিল যে, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিভাগের তৎকালীন উপ-মহাপরিচালক ও বর্তমানে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত গিলাত কোহেন ২০২১ সালে এক টুইটে বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, “গ্রেট নিউজ।” তার বক্তব্যে ইচ্ছা প্রকাশ করা হয় যে, দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও উন্নয়নমূলক সম্পর্ক গড়ে উঠুক।
কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার আবারও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে—ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া বা কূটনৈতিক সম্পর্ক গড়ার কোনও পরিকল্পনা নেই। পুনরায় পাসপোর্টে সংযুক্ত করা হয়েছে সেই পুরোনো নিষেধাজ্ঞা—“This passport is valid for all countries of the world except Israel”। এ বিষয়ে আন্তর্জাতিক মিডিয়া Jerusalem Post একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত ১৬ এপ্রিল, যেখানে তারা গিলাত কোহেনের পুরোনো টুইটের প্রসঙ্গও উল্লেখ করে।
বাংলাদেশের এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক নয়, বরং নীতিগত ও আদর্শিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছে দীর্ঘদিন ধরে, এবং রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নীতি ও কার্যক্রমের বিরোধিতা করে আসছে সরকারও।
সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশ-ইসরায়েল সম্পর্কের সম্ভাব্যতা নিয়ে ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়নের পথ আপাতত রুদ্ধই রয়ে গেছে। বাংলাদেশ তার ঐতিহাসিক অবস্থান থেকে সরছে না—এটাই এখনকার বাস্তবতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশকে সরাসরি না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- বিসিবিকে মেইলে যে সিদ্ধান্ত জানালো আইসিসি
- সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর,চূড়ান্ত সম্মতি অর্থ মন্ত্রণালয়ের
- মুস্তাফিজকে নিয়ে শেষ পর্যন্ত যে কঠিন সিদ্ধান্ত নিল কলকাতা
- এইমাত্র পাওয়া: ওবায়দুল কাদেরের সর্বশেষ খবর
- এক লাফে আকাশছোঁয়া সোনার দাম! রেকর্ড দামে চমকে গেলেন সবাই
- আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়—আগাম সতর্কতা
- ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে নতুন প্রস্তাব পাঠালো ভারত
- হঠাৎ লাফ! আজ প্রতি ভরি স্বর্ণের দাম কত জানলে চমকে যাবেন
- সোনার দাম আরও কমলো: কাল থেকে কার্যকর নতুন দাম
- চরম দু:সংবাদ : বিদায় আরেক টাইগার ক্রিকেটারের
- বাংলাদেশের ভেন্যু পরিবর্তন ইস্যুতে কড়া বার্তা বিসিসিআইয়ের—বিশ্বকাপে নতুন বিতর্ক
- ব্যাপক হারে পাল্টে গেলো সোনার দাম
- বাংলাদেশিদের ভারত যাওয়া নিয়ে জারি হলো নতুন আদেশ
- একলাফেবেড়ে গেলোসোনার দাম, গত ১০ বছরেরমধ্যেসর্বচ্চো