ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ২৮ ১৬:৫৫:১১

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, "সরকার মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে রেলের কর্মচারীদের জন্য মানবিক বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে এবং ওভারটাইম সমস্যারও সমাধান করা হয়েছে।" তিনি আরও জানান, দেশের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় অন্যান্য দাবি পূরণ করা সম্ভব নয়।

বিদেশি মিশনে কর্মরতদের জন্য ভাতা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, "এটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। এতে নতুন করে কোনো সিদ্ধান্ত যুক্ত হয়নি।"

আসন্ন রমজান উপলক্ষে খাদ্য মজুদের বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে ড. সালেহউদ্দিন বলেন, "চাল ও গমের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ঘাটতি যাতে না হয়, তা নিশ্চিত করা হবে।"

সরকারের আর্থিক পরিকল্পনা ও সীমাবদ্ধতার কারণে নতুন কোনো আর্থিক প্রতিশ্রুতি দেওয়া এখন কঠিন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "সরকার যথাসম্ভব দায়িত্বশীলভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।"

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টিভঙ্গি এবং রমজান মাসের খাদ্য সংকট রোধে নেওয়া পরিকল্পনা বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত