বিদায়ের দিনে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাথুরু সিংহে
দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব, আশা হাথুরুরঅনেকেই বলছেন, টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার টেস্ট চলাকালীন অবসরের ঘোষণা দেন তিনি। তবে সাকিবের অনুরোধ আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নেবেন তিনি।খেলার সময়
রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর আর দেশে আসেননি সাকিব। দেশের বাইরে থেকে পাকিস্তানে গিয়ে সেখানে দলে যোগ দেন। পাকিস্তান সেখানে সিরিজ শেষ করে আবার কাউন্টি খেলতে চলে যায়। সেখান থেকে সরাসরি ভারতে পৌঁছে দলে যোগ দেন।
সাকিব আল হাসান দেশে আসবেন কি না, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন বলে মনে করছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। হাথুরু বলেন, আমার মনে হয় সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে।
এর আগে সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। শুধু তাদেরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি এ বিষয়ে বোর্ডকে কিছু বলতে পারব না। বিসিবি কোনো ব্যক্তিকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারে না।
সাকিব আল হাসান তার ক্যারিয়ারে ৭১টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪৬০৯ রান করার পাশাপাশি তিনি ২৪৬ উইকেটও নিয়েছেন। এক ইনিংসে মোট ১৯ বার ৫ উইকেট নিয়েছেন তিনি। ৩১টি হাফ সেঞ্চুরির সঙ্গে ৫টি সেঞ্চুরি।