| ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

মিরপুরের উইকেট প্রশ্নে যা বললেন লিটন

২০২৩ সেপ্টেম্বর ২১ ১২:১৪:১২
মিরপুরের উইকেট প্রশ্নে যা বললেন লিটন

মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম টাইগারদের জন্য বাড়ির মাঠের মতোই। চেনা ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন জানালেন উইকেট সম্পর্কে তার কোন ধারণাই নেই।

সামনে যেহেতু বিশ্বকাপ এই সিরিজে কেমন উইকেটে প্রত্যাশা করছেন, সাংবাদিকের এমন প্রশ্নে লিটন বলেন, ‘জানি না ভাই। উইকেট সম্বন্ধে এখনও কোনো আইডিয়া নেই। যা-ই হবে দুই দলের জন্য একই হবে।’

কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউহ রিয়াদ এবং তামিম ইকবাল। দুই সিনিয়রের ফিরে আসা নিয়েও ইতিবাচক লিটন,‘দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’

নিউজিল্যান্ডের বোলিং নিয়ে লিটন বলেন,‘কাজ করার তো সুযোগ নাই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছু দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়ত প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা। ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও কিন্তু আছে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে