| ঢাকা, রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সবকিছু আমার কথা মতো হবে, এমন নয় : সাকিব

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জানুয়ারি ২৬ ১২:৪৫:২০
সবকিছু আমার কথা মতো হবে, এমন নয় : সাকিব

অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজটি শুরুর আগে জানিয়ে দেয়া হয়, এবার তিনে সাকিব নন, ব্যাটিং করবেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই চলছে নানান আলোচনা। ফর্মের তুঙ্গে, পুরোপুরি সফল একজন ব্যাটসম্যানকে তিন নম্বর পজিশন থেকে সরিয়ে দিয়ে ঠিক করছে কি না বাংলাদেশ, তা নিয়ে চায়ের কাপে ঝড়।

সেসব আলোচনা সতেজ রেখেই শেষ হয়ে গেল ওয়ানডে সিরিজ। সাকিবের জায়গায় তিন নম্বরে খেলে পুরোপুরি ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। তিন ইনিংসে তার রান যথাক্রমে ১, ১৭ ও ২০। অন্যদিকে চারে নেমেও সফল দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা সাকিব। তিন ম্যাচে ৫৬.৫০ গড়ে করেছেন ১১৩ রান। যেখানে ছিল একটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। যা থেকে বোঝা যায়, ব্যাটিং পজিশন খুব একটা প্রভাব ফেলে না সাকিবের পারফরম্যান্সে।

তবু সাকিব নিজে কী ভাবেন ব্যাটিং পজিশন নিয়ে? তিনি কি তিন নম্বরে খেলতেই বেশি পছন্দ করতেন? সোমবার সিরিজের শেষ ম্যাচের পর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ বিষয়ে সাকিব বলেন, ‘আমি সবসময়ই বলেছি যে, সবকিছু যে আমার পছন্দমত হতে হবে, সেটা নয়। গুরুত্বপূর্ণ হলো দলের প্রয়োজনে কোন কাজটা আমি করতে পারি। সেটা করতে পেরে আমি খুশি।’

আইসিসির নিষেধাজ্ঞা ও করোনাকালীন সতর্কতা, সবমিলিয়ে প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে এ লম্বা বিরতিতেও পারফরম্যান্সে একদমই ভাটা পড়েনি তার। নিজের প্রত্যাবর্তন সিরিজে জিতেছেন সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার। মূলত প্রথম ম্যাচের পরই ভালো করার আত্মবিশ্বাসটা পেয়ে গেছেন, এমনটাই জানিয়েছেন সাকিব।

সিরিজের প্রথম ম্যাচে কিপটে বোলিংয়ে ১.০৯ ইকোনমি রেটে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। পুরো সিরিজে সবমিলিয়ে ১১৩ রানের সঙ্গে শিকার করেছেন ৬ উইকেট। নিজের এমন প্রত্যাবর্তনা নিয়ে সাকিব বলেন, ‘আমি সবসময়ই জানতাম যে, কিছু ম্যাচ টাইম দরকার আমার। ঠিক তাই হয়েছে। প্রথম ম্যাচের পর আমার প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা পেয়ে যাই। সিরিজ যত এগিয়েছে, আমার আত্মবিশ্বাসও বেড়েছে।’

সবমিলিয়ে নিজের পারফরম্যান্সে বেজায় খুশি সাকিব। তবে আজ (সোমবার) শেষ ম্যাচে পাওয়া কুঁচকির চোটের কারণে খানিক হতাশও। চোটের ব্যাপারে তিনি বলেন, ‘প্রথমত, আমাকে সবার আগে দেখতে হবে সকালে ওঠার পর কেমন অনুভূত হয়। এ মুহূর্তে কুঁচকির অবস্থা ভালো নয়। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ভালোভাবে বুঝতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাঠে ফেরার ঘোষণা দিলেন সাকিব

মাঠে ফেরার ঘোষণা দিলেন সাকিব

জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা অঞ্চল ...

ব্রেকিং নিউজ ; লিটনের বাজে ফর্মে বিশ্বকাপ দলে ফিরছেন তামিম, জানালেন পাপন

ব্রেকিং নিউজ ; লিটনের বাজে ফর্মে বিশ্বকাপ দলে ফিরছেন তামিম, জানালেন পাপন

পাপন বলেন আসলে আমাদের অরিজিনাল প্লান সাথে এখন কিছুই কাজ করছে না। সত্যি কথা যদি ...

ফুটবল

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...

ব্রেকিং নিউজ ; বাংলাদেশে আসছেন মেসি

ব্রেকিং নিউজ ; বাংলাদেশে আসছেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বিশ্বকাপজয়ী ফুটবলারের বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের যুব ও ...



রে