| ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আব্বু বেঁচে থাকলে খুশিতে কেঁদে দিতেন : তিশা

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ০৬ ০১:৪৬:১৬
আব্বু বেঁচে থাকলে খুশিতে কেঁদে দিতেন : তিশা

প্রয়াত বাবা বেঁচে থাকলে খুশি হতেন উল্লেখ করে তিশা লিখেছেন, আজকে আমি বাংলাদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা পেয়েছি এবং পাই। আমার আব্বু এই পর্যন্ত দেখলেই খুশিতে কেঁদে দিতেন। সেখানে এখন তার মেয়ের কাজের প্রশংসা করে এক সপ্তাহের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা পত্রিকা (দ্য হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি) দুইটা অসাধারণ রিভিউ লিখেছে। এর আগেও ভ্যারাইটি পত্রিকায় আমার কাজের প্রশংসা করে লিখেছিলো। বাংলাদেশের একজন অভিনয় শিল্পীর জন্য যেটা বিরল, অভাবনীয়। এতো বড় আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে আমাদের শিল্পীদের কাজ নিয়ে প্রশংসা বের হবে এটা তো এখনও ভাবা যায় না।

তিশা লিখেছেন, আমি খুব কল্পনা করার চেষ্টা করছি এই দুইটা রিভিউ পড়লে আব্বু ঘরে ঢুকে কিভাবে তার ভালো লাগাটা বোঝাতেন ! আব্বু কি কেঁদে দিতেন, মিটিমিটি হাসতেন? আমি জানিনা। আমি শুধু জানি আব্বু সবকিছু দেখছে। এমনকি প্রতিদিন নামাজের পর আমি যে আব্বুর জন্য দোয়া করি সেটাও উনি শুনতে পান। এবং ঐ জগতে তার বন্ধু বান্ধবদের বলেন, "দেখেন আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। এমনি এমনি কি আর বলি আমার নাম তিশার বাবা!তিশার ফেসবুক স্ট্যাটাস পড়ে ভক্তরাও আবেগ আক্রান্ত হয়ে পড়েন। ভক্তরাও তিশার স্ট্যাটাসের জবাব দেন।

আব্বু বেঁচে থাকলে খুশিতে কেঁদে দিতেন : তিশা আব্বু বেঁচে থাকলে খুশিতে কেঁদে দিতেন : তিশা ঢাকা, ০৫ জুলাই- আব্বুকে খুব মনে পড়ছে এই কয় দিন। আব্বুর স্বপ্ন ছিলো তার মেয়ে অনেক বড় শিল্পী হবে, সবাই সুনাম করবে। উনি বলতেন, আমি সবাইকে বলবো "আমার নাম তিশার বাবা"! ছোট বেলা থেকেই সারাক্ষণ আমার কানের কাছে এই কথাগুলো বলতে থাকতো আব্বু। শুনতে শুনতে এক সময় বিশ্বাস করতে শুরু করলাম "আমি পারবো"! আবেগঘন কথাগুলো বলছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ফ্যানপেইজে এসব কথা বলেছেন তিশা।

প্রয়াত বাবা বেঁচে থাকলে খুশি হতেন উল্লেখ করে তিশা লিখেছেন, আজকে আমি বাংলাদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা পেয়েছি এবং পাই। আমার আব্বু এই পর্যন্ত দেখলেই খুশিতে কেঁদে দিতেন। সেখানে এখন তার মেয়ের কাজের প্রশংসা করে এক সপ্তাহের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা পত্রিকা (দ্য হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি) দুইটা অসাধারণ রিভিউ লিখেছে। এর আগেও ভ্যারাইটি পত্রিকায় আমার কাজের প্রশংসা করে লিখেছিলো। বাংলাদেশের একজন অভিনয় শিল্পীর জন্য যেটা বিরল, অভাবনীয়। এতো বড় আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে আমাদের শিল্পীদের কাজ নিয়ে প্রশংসা বের হবে এটা তো এখনও ভাবা যায় না।

তিশা লিখেছেন, আমি খুব কল্পনা করার চেষ্টা করছি এই দুইটা রিভিউ পড়লে আব্বু ঘরে ঢুকে কিভাবে তার ভালো লাগাটা বোঝাতেন ! আব্বু কি কেঁদে দিতেন, মিটিমিটি হাসতেন? আমি জানিনা। আমি শুধু জানি আব্বু সবকিছু দেখছে। এমনকি প্রতিদিন নামাজের পর আমি যে আব্বুর জন্য দোয়া করি সেটাও উনি শুনতে পান। এবং ঐ জগতে তার বন্ধু বান্ধবদের বলেন, "দেখেন আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। এমনি এমনি কি আর বলি আমার নাম তিশার বাবা! তিশার ফেসবুক স্ট্যাটাস পড়ে ভক্তরাও আবেগ আক্রান্ত হয়ে পড়েন। ভক্তরাও তিশার স্ট্যাটাসের জবাব দেন।

ক্রিকেট

আইপিএল থেকে ফিরে ম্যাচ সেরা পুরুষ্কার পেয়ে বাংলাদেশকে নিয়ে একি বললেন মুস্তাফিজ

আইপিএল থেকে ফিরে ম্যাচ সেরা পুরুষ্কার পেয়ে বাংলাদেশকে নিয়ে একি বললেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন। এই টুর্নামেন্টে, তিনি ধোনির দলের ...

গুজরাটের বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজ ও পাথিরানা কে খুঁজছে চেন্নাইয়ের অধিনায়ক গায়কোয়াড

গুজরাটের বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজ ও পাথিরানা কে খুঁজছে চেন্নাইয়ের অধিনায়ক গায়কোয়াড

দেশে ফিরে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

ব্রেকিং নিউজ ; পিএসজিকে বিদায় জানালেন এমবাপ্পে

ব্রেকিং নিউজ ; পিএসজিকে বিদায় জানালেন এমবাপ্পে

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপে। তার সঙ্গে রিয়াল মাদ্রিদের যাত্রা ...



রে