ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ইতিহাসে এই প্রথমবার প্রবাসী বাংলাদেশিরা যে সুযোগ পাবেন

২০২৫ নভেম্বর ১৫ ১৬:০২:২১

ইতিহাসে এই প্রথমবার প্রবাসী বাংলাদেশিরা যে সুযোগ পাবেন

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নতুন একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এবার প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ডাকযোগে ভোট দিতে পারবেন।

ইসির তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে প্রবাসীরা “পোস্টাল ভোট বিডি” নামের অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এটিকে “গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন।

কীভাবে ভোট দেবেন প্রবাসীরা?

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—প্রবাসী নাগরিকরা ওসিভি (Out of Country Voting) অ্যাপের মাধ্যমে আবেদন করবেন।নিবন্ধনের ধাপগুলো হলো:

আন্তর্জাতিক সিমকার্ড ব্যবহার করে মোবাইল নম্বর যাচাই

এনআইডি ও পাসপোর্ট (থাকলে) স্ক্যান করে আপলোড

ফেস রিকগনিশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত

বিদেশের বর্তমান ঠিকানা প্রদান

নিবন্ধন সফল হলে সেই ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়ে ব্যালট পুনরায় ডাকযোগে বাংলাদেশে পাঠাতে হবে।

ইসির মতে, ব্যালট পাঠানো ও ফেরত আসার সময় মিলিয়ে পুরো প্রক্রিয়ায় ১৭–৩০ দিন পর্যন্ত লাগতে পারে।

বিশ্বের ৪০টি দেশে বেশি প্রবাসী ভোটার

ইসি জানায়, প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস করেন। এদের মধ্যে অন্তত ৫০ লাখকে এই ভোট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য সরকার ব্যয় করবে ৪০০ কোটি টাকা, ভোটারপ্রতি আনুমানিক ব্যয় ৭০০ টাকা।

সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন:

সৌদি আরব: ৪০ লাখের বেশি

সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ইতালি, USA, কানাডা, অস্ট্রেলিয়া—সহ আরও অনেক দেশ

সব মিলিয়ে ৪০টি দেশকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

অ্যাপ ব্যবহারে বাংলাদেশ থেকে লগইন করা যাবে না

প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান:

অ্যাপটি ব্যবহার করতে হবে আন্তর্জাতিক সিমকার্ড দিয়ে

জিও–লোকেশন সক্রিয় থাকবে, ফলে বাংলাদেশ থেকে অ্যাপ চালু করা যাবে না

ফেস রিকগনিশনে এনআইডির ছবির সঙ্গে কমপক্ষে ৭০% মিল থাকতে হবে

নিবন্ধনের জন্য পাসপোর্ট দেওয়া বাধ্যতামূলক নয়, তবে থাকলে সেটিও সংযুক্ত করতে বলা হয়েছে।

প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই ভোট দেওয়া যাবে

অ্যাপে প্রতীকসমূহ দেখার সুযোগ থাকবে, তবে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে কেউ ভোট দিতে পারবেন না।খামের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখা যাবে।ভোট দেওয়ার পর ব্যালট খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

তবে কোনো প্রার্থীর যোগ্যতা বাতিল হলে সংশ্লিষ্ট আসনের প্রবাসী ভোটও বাতিল হতে পারে বলে জানিয়েছে ইসি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত