ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রবাসী বাংলাদেশীদের জন্য অনেক বড় সুখবর

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৬:১২:২৮

প্রবাসী বাংলাদেশীদের জন্য অনেক বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটার হিসেবে নিবন্ধিত এবং জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে বিশেষ অ্যাপ ‘পোস্টাল ব্যালট বিডি’ তৈরির কাজ চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের জন্য এ সুখবর ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সিইসি প্রবাসী ভোটার নিবন্ধন, ভোট প্রদানের নিয়ম এবং বাংলাদেশে নির্বাচন পরিচালনার সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে কানাডায় বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বেও সক্রিয় অংশগ্রহণ করেন।

প্রবাসীদের জন্য পরামর্শ: আগামী নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাখুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত