ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

৪০ বছর ধরে অন্ধ ব্যক্তির নিয়মিত মসজিদে আজান

২০২৪ মে ১৩ ১৯:৪৯:৫১

৪০ বছর ধরে অন্ধ ব্যক্তির নিয়মিত মসজিদে আজান

৮০ বছর বয়সী ব্যাক্তি তিনি ৪০ বছর ধরে মসজিদে নামাজের আযান দিয়ে আসছিলেন। তিনি প্রতিদিন বাসা থেকে হেঁটে মসজিদে যাওয়া এবং জীবনের মানত হিসেবে নামাজের আযান দিতেন। সম্প্রতি তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি মসজিদের মুয়াজ্জিন। বৃদ্ধ বয়সেও তিনি মসজিদে আজাদ দেওয়া থেকে বিরত থাকতে চান না। বাড়ি থেকে দূরে একটি মসজিদে নামাজের আযান দিচ্ছিলেন তিনি।

তিনি হাতে লাঠি নিয়ে যথাসময়ে মসজিদে উপস্থিত হন। এই অন্ধ মুয়াজ্জিন বললেন, বাড়ি থেকে কিছু দূরে অবস্থিত এই মসজিদে নামাজের আযান ফরজ।“আমি প্রতিদিন মসজিদে যাই, নামাজের আযান দিই, তারপর সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা ও ক্ষমা প্রার্থনা করার জন্য প্রার্থনা করে বাড়ি ফিরে আসি।

আল্লাহ তাআলা এ অন্ধ মুয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। তার নিয়মিত মসজিদে আসা-যাওয়ার এ মহান উদ্দেশ্য প্রত্যেক মুমিন-মুসলমানের হৃদয়ে তৈরি করে দিন। আমিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত