| ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন পরিকল্পনায় টাইগাররা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ জুন ১২ ১৭:২১:৪৭
নতুন পরিকল্পনায় টাইগাররা

এবারের বিশ্বকাপ পরীক্ষায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ মোটামুটি উতরে গেছে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-সৌম্য সরকাররা ভালো ফর্মে রয়েছেন। তামিম ইকবালের ফর্ম নিয়ে চিন্তা থাকলেও ভক্তরা জানেন, তামিমের রানে ফেরাটা কেবল সময়ের বিষয়। চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের বোলাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় পাওয়াতে মুস্তাফিজ-মাশরাফিদের খরুচে হওয়ার আলোচনা চাপা পড়ে যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতা ও স্পিনারদের প্রভাবে নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের বোলিং নিয়ে খুব একটা আলোচনা হয়নি। বাংলাদেশের বোলিংয়ের দৈন্যতাটা ফুটে ওঠে ইংল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত তিন ম্যাচে ২৬.১ ওভার বল করে ১৯০ রান দিয়েছেন পেস ডিপার্টমেন্টের প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান। বোলিং গড়টা সাতেরও বেশি। বলে গতি ফিরলেও কাটার, স্লোয়ার, ইয়র্কারগুলো নেই আগের মতো।

তিন ম্যাচে বল হাতে হতাশ করেছেন মাশরাফি বিন মতুর্জা। আসরে ২১ ওভার বল করে ১৪৯ রান দিয়ে মাত্র একটি উইকেটই পেয়েছেন টাইগার দলপতি। প্রতি ওভারে সাতেরও বেশি রান দিয়েছেন ম্যাশ। ব্যাট হাতে আলো ছড়ালেও বল হাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন সাকিব আল হাসান। একমাত্র বোলার হিসেবে প্রতি ম্যাচেই কোটার পুরো ওভার বল করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আসরে এখন পর্যন্ত পেয়েছেন দুটি উইকেট। প্রতি ওভারে ৫.৬ রান দিয়েছেন সাকিব।

এবারের আসরে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। ১৪৪ বল করে দিয়েছেন ১৭৬ রান। বোঝাই যাচ্ছে, উইকেট পেলেও বল হাতে বেশ উদারতারই পরিচয় দিচ্ছেন এই অলরাউন্ডার। কমপক্ষে ৪ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে অমিতব্যয়ী সাইফুদ্দিন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে বেশ রান উঠলেও অন্য দলের পেসাররা কিন্তু যথেষ্ট ভালো বল করেছেন। টুর্নামেন্টে সবোর্চ্চ উইকেট শিকারী বোলারদের পাঁচজনই পেসার। সবাই ওভার প্রতি ছয়ের কম রান দিয়েছেন। ৬ উইকেট নিয়ে সেরা দশে রয়েছেন সাইফুদ্দিন। এই দশজনের মধ্যে কেবল সাইফুদ্দিনই ওভার প্রতি ছয়ের বেশি রান দিয়েছেন (৭.৩৩)

বিশ্বকাপে টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণতার পরিচয় দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। ওভার প্রতি দিয়েছেন ৫.২৬। সাকিব ৫.৬০ ও মোসাদ্দেক দিয়েছেন প্রতি ওভারে ৫.৯৩ রান। স্পিনাররা আস্থার পরীক্ষায় মোটামুটি উতরাতে পারলেও এখন পর্যন্ত হতাশ করেছেন পেসাররা।

ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরে খেলেছে তিনটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেলেও বাকি দুই ম্যোচে দারুণ ব্যাটিং করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচ থেকেই বোলারদের ব্যস্ত রেখে নিজেদের অবস্থান পরিস্কার করে দিয়েছেন গেইল ও রাসেল। নিকোলাস পুরান-হেটমেয়ারদেরও ছন্দে দেখা গেছে। আর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সাই হোপের রেকর্ড তো চমকে দেওয়ার মতো। টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচে ২৯৭ রান করেছেন এই ব্যাটসম্যান। গড়টা শুনলে অবাক হয়ে যাবেন ২৯৭!

গেইল-পুরান-ব্রাফেটদের খুব ভালোভাবে চেনেন সাকিব-মিরাজরা। বিপিএলে একাধিকবার মুখোমুখি হয়েছেন তারা। আর কলকাতা নাইট রাইডার্সের সাবেক সতীর্থ হিসেবে আন্দ্রে রাসেলকে বেশ ভালোই জানা আছে সাকিবের। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে পুরনো অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বোলারদের। বল হাতে আর একটু কৃপণতারও পরিচয় দিতে হবে।

ক্রিকেট

পাপনের হস্তক্ষেপে এবার বদলেছে ৫ বছরের এলোমেলো রেকর্ড

পাপনের হস্তক্ষেপে এবার বদলেছে ৫ বছরের এলোমেলো রেকর্ড

বুধবার সকাল সকাল মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাল্কা অনুশীলন উপস্থিত ছিলেন জাতীয় ...

আইপিএলের জটিল সমীকরণের এক ম্যাচ আজ, চেন্নাইয়ের যে ক্ষতি যে লাভ

আইপিএলের জটিল সমীকরণের এক ম্যাচ আজ, চেন্নাইয়ের যে ক্ষতি যে লাভ

চলতি আইপিএল শেষ হতে চলেছে। প্লে অফে যাওয়ার লড়াই জমে উঠেছে। এরই মধ্যে কলকাতা নাইট ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে