ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শুধু জাহানারারই নয় তিনি আমার ক্যারিয়ারারটাও ধ্বংস করে দিয়েছেন

২০২৫ নভেম্বর ০৯ ১২:৪০:১৭

শুধু জাহানারারই নয় তিনি আমার ক্যারিয়ারারটাও ধ্বংস করে দিয়েছেন

বাংলাদেশ নারী ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। একের পর এক অভিযোগে কেঁপে উঠেছে দেশের নারী ক্রিকেটের ভেতরের অজানা দিক।

সম্প্রতি সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর এবার সামনে এসেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।

তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নারী ক্রিকেটের অভ্যন্তরে সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার ও অপেশাদার আচরণের বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা এখন দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।

মনজুরুল ইসলাম মনজুর বিরুদ্ধে অভিযোগ

রুমানার দাবি, নারী ক্রিকেটে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মনজু।

তিনি অভিযোগ করেন— মনজু ব্যক্তিগত স্বার্থে খেলোয়াড় নির্বাচন করতেন, কোচ ও ট্রেইনারদের ওপর প্রভাব বিস্তার করতেন, এমনকি মাঠে সব সময় উপস্থিত থেকে নারী ক্রিকেটারদের ওপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ চালাতেন।তার ভাষায়,

“আমার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছেন উনি। আমাকে টিম থেকে বাদ দিয়ে বলেছেন রেস্ট দেওয়া হয়েছে, পরে বলেছেন আমি আনফিট।”

রুমানা আরও জানান, মনজুর আচরণে অনেক প্রতিভাবান ক্রিকেটার মাঠের বাইরে চলে গেছেন। তিনি বলেন,

“উনি শুধু নির্বাচক ছিলেন না, কোচ, ট্রেইনার এমনকি খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতেন।”

সিন্ডিকেট ও ভেতরের রাজনীতি

রুমানা আহমেদ নারী দলের ভেতরের “সিন্ডিকেট রাজনীতি” নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,

“কিছু মানুষ নারী ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। তাদের পছন্দের খেলোয়াড় সুযোগ পায়, আর যারা ভিন্নমত পোষণ করে, তাদের বাদ দেওয়া হয়।”

তিনি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন, দাবি করেন— জ্যোতি সবার সঙ্গে সমান আচরণ করেননি। এমনকি প্র্যাকটিস ম্যাচে এক তরুণ খেলোয়াড়ের ক্যাচ মিস করায় তাকে মাঠে গালাগালও করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে প্রশ্ন

রুমানা বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।তার অভিযোগ, নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্বহীনতা চলছে, কিন্তু বোর্ড কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্ব ও কঠোর পদক্ষেপের মাধ্যমে এই সংস্কৃতি পরিবর্তন সম্ভব।

নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

রুমানা বলেন,

“আমি চাই না ভবিষ্যতে কোনো মেয়ে আমার মতো এমন পরিস্থিতির শিকার হোক। আমার নিজের সন্তানকেও আমি এই পরিবেশে খেলতে দিতে চাই না।”

তার এই বক্তব্য বাংলাদেশে নারী ক্রিকেটের নিরাপত্তা, ন্যায্যতা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত