ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্ব রেকর্ড : ক্রিকেট ইতিহাসে এই প্রথম এক ইনিংসে দুই হ্যাটট্রিক

২০২৫ অক্টোবর ২৬ ১০:৩৬:২৯

বিশ্ব রেকর্ড : ক্রিকেট ইতিহাসে এই প্রথম এক ইনিংসে দুই হ্যাটট্রিক

ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল সার্ভিসেস ক্রিকেট দল। রঞ্জি ট্রফিতে এক ইনিংসেই দুই বোলারের হ্যাটট্রিক— ক্রিকেট ইতিহাসে যা একেবারেই বিরল ঘটনা। শনিবার আসামের বিপক্ষে ম্যাচে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছে দলটি।

আসামের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় দলটি। সার্ভিসেসের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেন বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা। মধ্যাহ্ন বিরতির পর দলের দ্বিতীয় হ্যাটট্রিক করেন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা।

রঞ্জি ট্রফিতে দ্বিতীয় ঘটনা

রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দুটি হ্যাটট্রিকের ঘটনা এটিই মাত্র দ্বিতীয়। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসেরই পেসার জোগিন্দার রাও একাই এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে দুজন বোলারের এক ইনিংসে হ্যাটট্রিক— এটাই প্রথম।

ক্রিকেট ইতিহাসে এর আগে

প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে দুটি হ্যাটট্রিকের এটি পঞ্চম ঘটনা।প্রথম এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার বোলার আলবার্ট ট্রট, ১৯০৭ সালে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে। এরপর ভারতের জোগিন্দার রাও দ্বিতীয় ব্যক্তি ছিলেন।

দুই বোলারের এক ইনিংসে হ্যাটট্রিকের প্রথম উদাহরণ ঘটে ১৯৮৬ সালে — দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লেরু জোহানেসবার্গে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে। পরবর্তীতে ১৯৯৬ সালে ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ ক্যান্টারবুরিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে একই কীর্তি গড়েন।এবার সেই তালিকায় যুক্ত হলো অর্জুন শর্মা ও মোহিত জাঙ্গরার নাম।

টিনসুকিয়ায় রঞ্জির প্রত্যাবর্তন

২৪ বছর পর আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে রঞ্জি ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘরের মাঠে ব্যাট করতে নেমেই মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারায় আসাম।অর্জুন শর্মা প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেন, কিছুক্ষণ পর মোহিত জাঙ্গরাও হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম লেখান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত