ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ ! ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখবেন যেভাবে

২০২৫ অক্টোবর ১৪ ১৩:৩৩:৪৪

আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ ! ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখবেন যেভাবে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এখন লক্ষ্য শুধু একটাই — হোয়াইটওয়াশ এড়ানো। অন্যদিকে, আফগানিস্তান চাইছে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের ইতিহাস গড়তে।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ১৯০ রানের সাধারণ লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় পুরো দল। আজমতুল্লাহ ওমরজাইয়ের আগুনে বোলিং আর রশিদ খানের ঘূর্ণিতে ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। তাই শেষ ম্যাচে চাপ এখন পুরোপুরি ব্যাটসম্যানদের কাঁধে।

বাংলাদেশ দলের স্পিন কোচ মোশতাক আহমেদ বলেন,

“আমাদের বোলার নয়, বলকে খেলতে হবে। ধৈর্য ধরে ব্যাট করতে না পারলে জেতা কঠিন।”

অন্যদিকে, আফগানিস্তান দল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। দ্বিতীয় ম্যাচে জয়ের পর তাদের লক্ষ্য একটাই — বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া। দলের ওপেনার ইব্রাহিম জাদরান এবং তারকা লেগস্পিনার রশিদ খান রয়েছেন দুর্দান্ত ফর্মে।

ইব্রাহিম জাদরান সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতায় আফগান ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন। ধীরগতির পিচে তিনি বল ঘোরানোর সময় ধৈর্যের সঙ্গে স্ট্রাইক রোটেট করে দলের ভিত্তি তৈরি করেন।

অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এখন বড় চাপে। দলের টপ অর্ডার ব্যর্থ, মিডল অর্ডার অনির্ভরযোগ্য — এমন অবস্থায় জয়ের পথ খুঁজে বের করাই তার বড় দায়িত্ব।

সম্ভাব্য একাদশবাংলাদেশ:তানজিদ হাসান/মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামিম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান/নাহিদ রানা, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান:রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসূলি, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, এ এম গজনফর, নাঙ্গিয়ালিয়া খারোটে, আবদুল্লাহ আহমদজাই/বিলাল সামি।

ম্যাচের পরিস্থিতিজায়েদ স্টেডিয়ামের পিচ ধীরগতির, যা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হবে। দুপুরের পর থেকে প্রচণ্ড গরমও খেলোয়াড়দের জন্য পরীক্ষা হয়ে উঠতে পারে। টস জিতে আগে ব্যাট করা দল সামান্য সুবিধা পেতে পারে।

কখন ও কোথায় দেখবেন লাইভ?বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস (T Sports)।এছাড়া, অনলাইনে দেখতে চাইলে ফেসবুকে সার্চ দিন: “Bangladesh vs Afghanistan live match today” — সেখানে বিভিন্ন পেজ থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত