ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এই ‘ভুলেভরা’ বিসিএস প্রশ্নপত্র কারা তৈরি করল, পাকিস্তান প্রসঙ্গেও বিতর্ক

২০২৫ অক্টোবর ১১ ১৫:১০:৪২

এই ‘ভুলেভরা’ বিসিএস প্রশ্নপত্র কারা তৈরি করল, পাকিস্তান প্রসঙ্গেও বিতর্ক

গতকাল অনুষ্ঠিত দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক।

লেখক ও গবেষক ড. নাদিম মাহমুদ জানিয়েছেন, এই প্রশ্নপত্র দেখে মনে হয়েছে — যারা প্রশ্ন প্রণয়ন করেছেন, তারা আদৌ জানেন কি না, এটি দেশের সেরা মেধাবীদের বাছাইয়ের পরীক্ষা!

তিনি বলেন,

“যে পরীক্ষায় শিক্ষার্থীদের সঠিক বানান জানতে হয়, সেই পরীক্ষার প্রশ্নেই বানান ভুলে ভরা! চব্বিশের গণঅভ্যুত্থানকে লেখা হয়েছে ‘গনঅভুধান’, গণমাধ্যম হয়েছে ‘গনমাধ্যম’, জন্মহার শূন্যের কোটায় হয়েছে ‘শুনে কোটায়’, এমনকি ‘উচ্চারণ’, ‘পরিমাণ’, ‘প্রধানমন্ত্রী’ — এসব শব্দেও ভুল।”

ড. নাদিমের মতে, এই বানান ভুলগুলো শুধু অসাবধানতা নয়, পরীক্ষা প্রণেতাদের মানসিকতা ও অযোগ্যতার প্রতিফলন।

আরও বিস্ময়কর বিষয় হলো —প্রশ্নপত্রে পাকিস্তানকে ঘিরে একাধিক প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর রাজনৈতিক দল, ১৯৭০ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার, ইন্দাস ওয়াটার ট্রিটি ইত্যাদি।

তিনি প্রশ্ন তুলেছেন,

“যে দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারতের ষড়যন্ত্র’ হিসেবে পাঠ্যপুস্তকে শেখায়, সেই দেশের ইসহাক দারের দলের নাম জানতে হবে আমাদের সন্তানদের? নিজেদের দেশের তিস্তা বা ফারাক্কা পানি সমস্যার প্রশ্ন না দিয়ে ওদের পানি চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছে — এটা কেমন চিন্তা?”

এছাড়া, প্রশ্নে আরও ছিল—

তুরস্কের Kurdistan Workers’ Party (PKK) নিয়ে প্রশ্ন,

সিঙ্গাপুরের মুসলিম রাষ্ট্রপতি বিষয়ে প্রশ্ন,কিন্তু বাদ গেছে বাংলাদেশের নিজস্ব বিষয় যেমন মুক্তিযুদ্ধ বা গেরিলা যুদ্ধের প্রসঙ্গ।

ড. নাদিম মাহমুদ বলেন,

“এ যেন এক অদ্ভুত প্রশ্নপত্র, যেখানে নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশের ইতিহাস শেখানো হচ্ছে।”

তিনি আরও মন্তব্য করেন,

“যদি এভাবেই পাবলিক সার্ভিস কমিশন প্রশ্ন তৈরি করে, তাহলে বোঝা যায় তারা এই পরীক্ষাকে গুরুত্বহীন করে ফেলেছে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত