ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

অর্ধেক ম্যাচেই বড় তামিমের রেকর্ড ভেঙ্গে দিলেন জুনিয়র তামিম

২০২৫ অক্টোবর ০৩ ০৭:৪৮:৪৬

অর্ধেক ম্যাচেই বড় তামিমের রেকর্ড ভেঙ্গে দিলেন জুনিয়র তামিম

এশিয়া কাপে ব্যর্থতার পর একাদশ থেকে বাদ পড়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাবর্তনটা হলো রঙিনভাবেই। মাত্র ৩৭ বলে দারুণ ৫১ রানের ইনিংসে ফিরেই আলো কাড়লেন এই তরুণ ওপেনার।

কেবল তাই নয়, অর্ধেকেরও কম ম্যাচ খেলে ছুঁয়ে ফেললেন নিজের আইডল তামিম ইকবাল–এর রেকর্ড। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে নেমে তানজিদ তামিম এখন পর্যন্ত ৩৫ ইনিংসে করেছেন ৮টি ফিফটি। তার সংগ্রহ ৮৪৫ রান, গড় ২৭.২৫ এবং স্ট্রাইক রেট ১২৮.৮১।

অন্যদিকে, প্রায় ১৩ বছরের টি–টোয়েন্টি ক্যারিয়ারে তামিম ইকবাল ওপেনিংয়ে ৭৪ ইনিংসে করেছিলেন ৮ ফিফটি ও একটি সেঞ্চুরি। ২৪.৬৫ গড় এবং ১১৭.৪৭ স্ট্রাইক রেটে তার মোট রান ১,৭০১। অর্থাৎ, সিনিয়রের সমান সংখ্যক ফিফটি করতে জুনিয়রকে খেলতে হলো অর্ধেকেরও কম ম্যাচ।

বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি ফিফটির মালিক অবশ্য এখনো লিটন কুমার দাস। তিনি ৬৯ ম্যাচে খেলেছেন ১০টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

তানজিদ হাসান তামিমের এমন দুর্দান্ত প্রত্যাবর্তন আবারও প্রমাণ করল, বাংলাদেশের ব্যাটিং লাইনআপে তিনি হতে পারেন ভবিষ্যতের অন্যতম ভরসা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত