ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ২৫ ০৭:৫৫:৩৫

ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ইতিহাস গড়ে বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় লিখলেন সাকিব আল হাসান। মাত্র দুই উইকেট দূরত্ব থেকে শুরু করা অপেক্ষা রোববার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে দূর করলেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা।

মাত্র ২ ওভারে ১১ রান খরচ করে শিকার করেছেন ৩ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচে সাজঘরে পাঠিয়ে পূর্ণ করলেন টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট। পরে আরও দুই শিকার যোগ করে নিজের সংগ্রহ দাঁড় করালেন ৫০২ উইকেটে।

এতেই টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। একই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক ফরম্যাটে ৫০০ উইকেট ও ৭ হাজার রান করার অনন্য কীর্তি গড়লেন তিনি।

অর্জনের পর ইনিংস বিরতিতে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে দারুণ আবেগী প্রতিক্রিয়া জানান সাকিব।

“(এই অর্জনের পেছনে) অনেক বেশি কঠোর পরিশ্রম। মাইলফলক ছুঁতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার... যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।”

প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বল করে ১ উইকেট পাওয়া সাকিব স্বীকার করেন, সুযোগ না পাওয়ায় চাপ তৈরি হয়েছিল।

“আমি বেশি বোলিং করছিলাম না, তাই কিছুটা নার্ভাস ছিলাম। তবে দলের জন্য অবদান রাখার সুযোগ সবসময়ই খুঁজেছি। যখন সুযোগ পাই, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।”

ব্যস্ত ক্রিকেট জীবনের মাঝে পরিবার পাশে থাকাকে বড় শক্তি হিসেবে দেখেন সাকিব। ক্যারিবিয়ানে এখন তার সঙ্গে আছেন স্ত্রী ও তিন সন্তান।

“পরিবার সবসময় আমার সঙ্গে থেকেছে। তবে বাচ্চাদের স্কুলের কারণে এখন একটু কঠিন। গ্রীষ্মকালীন ছুটি থাকায় তারা আমার সঙ্গে এসেছে, এটা অনেক স্বস্তি দেয়।”

অতীতের মতোই সাকিবের চোখ এখন দলের সাফল্যে। তবে এই অর্জন তাকে এক নতুন উচ্চতায় তুলে দিয়েছে, যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত