ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এসএসসি ২০২৫: শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা চালু

২০২৫ আগস্ট ০৭ ২০:১৪:২৬

এসএসসি ২০২৫: শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা চালু

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এলো বড় সুখবর। এবার নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফলাফল করেছেন, তাদের জন্য রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই উদ্দেশ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বোর্ড চেয়ারম্যানদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে মাউশি জানায়, দ্রুত সময়ের মধ্যে বৃত্তি প্রদানের কার্যক্রম শুরুর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রয়োজন। চিঠিতে বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থী, জিপিএ-৫ প্রাপ্ত ও জিপিএ-৫ না পেয়েও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা নির্দিষ্ট ফরমে পাঠাতে হবে।

প্রতিবছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ জন শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবে। এর মধ্যে ১,১২৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৯,৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৮২৫ টাকা করে পাবেন, পাশাপাশি বছরে এককালীন আরও ১,৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩৭৫ টাকা এবং এককালীন ৭৫০ টাকা পাবে।

এই বৃত্তির উদ্দেশ্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ ও প্রেরণা সৃষ্টি করাও অন্যতম লক্ষ্য। ফলে যোগ্য নিয়মিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে এখন ব্যস্ত সময় পার করছে বোর্ডগুলো। সময়মতো তথ্য পাঠানো হলে দ্রুতই মাউশি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এবং শুরু হবে বৃত্তি কার্যক্রম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত