ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি দূর করতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল ও কলেজগুলোর বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা চলছে। সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে গড়ে ৭৬ দিন ছুটি দেওয়া হলেও আগামী ২০২৬ সাল থেকে তা ৫৬ থেকে ৬০ দিনে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক যৌথসভায় ছুটি কমানোর বিষয়টি গুরুত্বসহকারে আলোচনায় আসে। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই ছুটি কমানোর প্রস্তাব দিয়েছে, তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখনো চূড়ান্ত মত দেয়নি।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষে ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। তবে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি তৈরি থেকে এই পরিবর্তন বাস্তবায়ন হতে পারে। বর্তমানে স্কুলগুলোতে ৭৬ দিন বার্ষিক ছুটি এবং ৫২-৫৩ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এসব ছাড়াও হঠাৎ বন্ধের কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়, যার ফলে শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি ছাড়াই পরবর্তী শ্রেণিতে উঠতে বাধ্য হয়।
শুধু ছুটি কমানো নয়, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মঘণ্টা বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। কারণ দেশের প্রায় ৮০ শতাংশ প্রাথমিক বিদ্যালয় এখনো দুই শিফটে পরিচালিত হয়, যেখানে ক্লাসের সময় কম হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মঘণ্টা বৃদ্ধির সুপারিশ করেছে সরকার গঠিত পরামর্শক কমিটিও।
সব মিলিয়ে ২০২৬ সাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন কাঠামো অনুযায়ী ছুটি কমানো ও কর্মঘণ্টা বৃদ্ধির মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
FAQs (একলাইনে):
প্রশ্ন: কবে থেকে ছুটি কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে?
উত্তর: ২০২৬ সাল থেকে শিক্ষাপঞ্জিতে পরিবর্তন আসতে পারে।
প্রশ্ন: বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি দেওয়া হয়?
উত্তর: বছরে গড়ে ৭৬ দিন বার্ষিক ছুটি এবং ৫২-৫৩ দিন সাপ্তাহিক ছুটি থাকে।
প্রশ্ন: কর্মঘণ্টা বাড়ানোর উদ্দেশ্য কী?
উত্তর: শেখার সময় বাড়িয়ে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- একলাফে কমে গেলো জ্বালানি তেলের দাম
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- একলাফে কমে গেলো সোনার দাম : জেনেনিন আজকের ২২ ক্যারেট স্বর্ণের দাম
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল