ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য দারুন সুখবর
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: অবশেষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য সুখবর আসছে। দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলন ও আইনি প্রক্রিয়ার পর এখন তারা পাচ্ছেন দশম গ্রেডে বেতন-ভাতার স্বীকৃতি। বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার দফতরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই জারি হবে প্রজ্ঞাপন, আর সঙ্গে সঙ্গেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো।
প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথেপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিগগিরই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এর আগে আদালতের নির্দেশে ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষককে এই সুবিধা প্রদান করা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, বাকি প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সক্রিয় বিবেচনায় রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রজ্ঞাপন জারি হলে দেশব্যাপী সকল প্রধান শিক্ষক এই সুবিধা পাবেন।”
সহকারী শিক্ষকদের আন্দোলন: ১১তম গ্রেডের দাবি অব্যাহতএদিকে সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে রয়েছেন। যদিও কনসালটেশন কমিটি তাদের জন্য ১২তম গ্রেড এবং “সহকারী প্রধান শিক্ষক” পদ সৃষ্টির সুপারিশ করেছে, তবে শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “আমরা ১২তম গ্রেড ও নতুন পদ সৃষ্টি—দুটিই প্রত্যাখ্যান করছি। সহকারী শিক্ষকরা যোগদানের তারিখ থেকেই ১১তম গ্রেড এবং নিয়মিত পদোন্নতির দাবি জানাচ্ছেন। এ ছাড়া উচ্চতর গ্রেড, শতভাগ পদোন্নতি এবং চলতি দায়িত্বপ্রাপ্তদের স্বীকৃতি নিশ্চিত করতে হবে।”
আন্দোলন ও কর্মসূচি ঘোষণাদাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ইতোমধ্যে মহাসমাবেশ করেছে এবং চার দফা দাবি উপস্থাপন করেছে। অন্যদিকে, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদও তিন দফা দাবিতে ৩০ আগস্ট বিভাগীয় কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যদি সরকার ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
সারসংক্ষেপ:প্রধান শিক্ষকরা শিগগিরই পাচ্ছেন দশম গ্রেড।
বিষয়টি প্রধান উপদেষ্টার দফতরের অনুমোদনের অপেক্ষায়।
সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড, শতভাগ পদোন্নতি ও উচ্চতর গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে।
৩০ আগস্ট ঘোষণা হয়েছে বিভাগীয় কর্মসূচির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- একলাফে কমে গেলো জ্বালানি তেলের দাম
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- একলাফে কমে গেলো সোনার দাম : জেনেনিন আজকের ২২ ক্যারেট স্বর্ণের দাম
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল