ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

২০২৫ এপ্রিল ০৮ ১১:৩৭:১৮

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

আগামী বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন লক্ষাধিক শিক্ষার্থী, যা চলবে ১৩ মে পর্যন্ত। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং কেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির জানান, এবার প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে, গত ৫ আগস্ট থেকে দেশে নানা ধরনের গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে একটি চক্র। এসএসসি পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পরীক্ষার দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত