ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রথম মাসের বেতন যেখানে দান করে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

২০২৪ অক্টোবর ০৭ ০৭:৫১:১৭

প্রথম মাসের বেতন যেখানে দান করে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছেন। তিনি রোববার গভীর রাতে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ করেন, যেখানে তিনি এই সিদ্ধান্তের পেছনের কারণও তুলে ধরেন।

আসিফ মাহমুদ বলেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব।

তিনি বলেন, বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। এসময় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত