ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

হঠাৎ স্থগিত হলো চলতি এইচএসসি পরীক্ষা 

২০২৪ জুলাই ১৬ ২০:৫৬:০৬

হঠাৎ স্থগিত হলো চলতি এইচএসসি পরীক্ষা 

বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

এছাড়া দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২১ জুলাই রবিবার থেকে যথারীতি এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এদিকে রাতে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত