| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যে কারণে এই শহরে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ১৭ ১৬:০৩:৩৯
যে কারণে এই শহরে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য

কিন্তু এই সাড়ে ১৩ হাজারের মধ্যে একজন বাসিন্দাও নেই সিকিমের। অস্বাভাবিকভাবেই সিকিমে এখনও করোনা আক্রান্তের সংখ্যা শূন্য। পর্যটন এলাকা সিকিমের ধারেকাছেও ঘেঁষতে পারেনি করোনাভাইরাস।

এর কারণ জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

সিকিমের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে সেই কারণগুলো জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম জি নিউজ।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছিলেন, ভারতে করোনার থাবা পড়ার সঙ্গে সঙ্গেই কার্যকরী ভূমিকা রেখেছে সিকিম প্রশাসন। ১৬ মার্চ বিদেশি ও দেশি পর্যটকদের সিকিমে ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। সিকিমের সঙ্গে অন্য রাজ্যের সীমান্ত সিল করে দিয়েছিলেন। প্রবেশ একেবার নিষিদ্ধ করা হয়। আর যেসব পর্যটক রাজ্যে আটকা পড়ে, তাদের কোয়ারেন্টিনে নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়।

এতেই শেষ নয়; করোনাকে ঠেকাতে সিকিমের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সিকিম প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের বাইরে না বেরোনোর নির্দেশনা দিয়েছিলেন প্রেম সিং। পুরো সিকিমকে লকডাউন করেছিলেন।

শুরুতেই এসব পদক্ষেপ গ্রহণ করায় সিকিমে করোনা ঢুকতে পারেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও একটু ভিন্নমত দিয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যবিদ প্রদীপ ভৌমিক।

তিনি বলেন, এটা ম্যাজিকের মতো শোনালেও সিকিমের আয়তন, কম ঘনবসতি– সব কিছুই এ রাজ্যকে করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করেছে।

প্রসঙ্গত সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং বিশ্বের প্রথম অরগানিক রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল। দেশটির ৮ শতাংশ ভৌগোলিক পরিধি নিয়ে সিকিমের অবস্থান। মোট জনসংখ্যার ৪ শতাংশ মানুষ বসবাস করেন এই সিকিমে।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে