| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন

২০২৫ মে ০৬ ০৭:২৫:৪৪
মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন

যেকোনো ইঞ্জিন স্টার্ট দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। মোটরসাইকেল যেহেতু ইঞ্জিনে চলে তার এটিকে স্টার্ট দেওয়া এবং চালানোর জন্য নিয়ম-কানুন রয়েছে। চালকদের বেশ কিছু ভুলে বাইকের ইঞ্জিন দ্রুত নষ্ট হয়।

এখনকার মোটরসাইকেলে কিক স্টার্টারের পাশাপাশি সেলফও রয়েছে। যদিও আধুনিক বাইকগুলোতে কিক স্টার্টার আর খুঁজে পাওয়া যায় না।

এমনকি রয়েল এনফিল্ডও পর্যন্ত নিজেদের নতুন বাইক থেকে কিক ফিচার সরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বাইক স্টার্ট দেওয়ার ক্ষেত্রে একটাই মাত্র বিকল্প রয়েছে। আর সেটি হল- সেলফ স্টার্ট।

ধীরে ধীরে ব্যবহারকারীরাও সেলফ স্টার্টে অভ্যস্ত হচ্ছেন। আর বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে কিক ফিচার থাকলেও ব্যবহারকারীরা শুধুমাত্র সেলফ ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে বাইক স্টার্ট দেওয়ার সঠিক উপায় বলে দেওয়া যাক।

কিক না কি সেলফ কোনটা বেশি কার্যকর?বাইক স্টার্ট দেওয়ার জন্যই মূলত থাকে কিক এবং সেলফ ফিচার। সুবিধার জন্য সব সময় ব্যবহারকারীরা সেলফ ব্যবহার করেন। কিন্তু কিছু মানুষের বিশ্বাস, কিক-এর মাধ্যমে বাইক চালু করা ভালো উপায়। এদিকে বাইক যখন কিকে স্টার্ট দিতে হয়, তখন ২-৪ বার বাইককে কিক করতে হয়। এতে বাইক ম্যানুয়ালি স্পার্ক বা বিদ্যুৎ পায়।

কিক দিলে কী হয়?বাইককে কিক করে স্টার্ট দিলে এর ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতে শুরু করে। ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতে ঘুরতে পিস্টন এবং পিস্টন হেডের সঙ্গে এর সংঘর্ষ হয়। যা ঘর্ষণের সৃষ্টি করে। এরপর ইঞ্জিনের পেট্রোল এবং বাতাস মিশে ভালভে একটা স্পার্ক উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় চালু হয় বাইক। কিন্তু যখন ব্যবহারকারী সেলফ-স্টার্ট বাটন প্রেস করেন, তখন সেই বাটন স্টার্টার মোটরে ইলেকট্রিক কারেন্ট পাঠায়। এরপর ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতে থাকে। নিজে থেকেই চালু হয় বাইক।

শীতকালে বাইক স্টার্ট দিতে সমস্যারাতে বাইক বন্ধ করে রেখে দেওয়ার ফলে ইঞ্জিন ঠান্ডা হয়। আর শীতকালে এই প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হয়। ইঞ্জিনের ফায়ারিং মেকানিজমকেও এটি ঠান্ডা করে। তাই শীতের সময় বাইককে সেলফ স্টার্ট করলে একবারে তা চালু হয় না। এরপর সেটিকে কিক করতে হয়। আসলে কিক করার ফলে স্টার্টার মোটরটি চাপ, ঘর্ষণ, বাতাস এবং জ্বালানির সাহায্যে সঠিক ভাবে স্টার্ট নেয়।

সেলফ ফিচার হবে শক্তিশালীবাইক বন্ধ থাকার ফলে এর ব্যাটারিতে আয়ন এবং স্পার্কও থাকে না। সেই কারণে বাইক স্টার্ট করতে স্পার্কের প্রয়োজন হবে। যা সহজেই কিক ফিচারের মাধ্যমে পাওয়া যায়।

সেলফ সাপোর্ট বিশিষ্ট বাইকযদিও আজকাল প্রস্তুতকারী সংস্থাগুলো বাইক থেকে এই কিক ফিচার বাদ দিচ্ছে। তার পরিবর্তে অবশ্য ইঞ্জিনটাকে এতটাই শক্তিশালী বানাচ্ছে, যাতে তা নিজে থেকেই ভালোভাবে স্টার্ট নেয়।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠিত ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে